• ২৭ মন্ত্রণালয় একাই সামলাবেন ড. ইউনূস
    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। এর মধ্যে ২৭টি মন্ত্রণালয় একাই সামলাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
    নিচে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের তালিকা তুলে ধরা হলো :

    ১. মন্ত্রিপরিষদ বিভাগ
    ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়

    ৩. সশস্ত্র বাহিনী বিভাগ

    ৪. শিক্ষা মন্ত্রণালয়

    ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

    ৬. খাদ্য মন্ত্রণালয়

    ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

    ৮. ভূমি মন্ত্রণালয়

    ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়

    ১০. কৃষি মন্ত্রণালয়

    ১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

    ১২. রেলপথ মন্ত্রণালয়

    ১৩. জনপ্রশাসন মন্ত্রণালয়

    ১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

    ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়

    ১৬. পানি সম্পদ মন্ত্রণালয়

    ১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

    ১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

    ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

    ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

    ২১. বাণিজ্য মন্ত্রণালয়

    ২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

    ২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

    ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

    ২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

    ২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

    ২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
    #solpal #newsbox
    ২৭ মন্ত্রণালয় একাই সামলাবেন ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। এর মধ্যে ২৭টি মন্ত্রণালয় একাই সামলাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিচে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের তালিকা তুলে ধরা হলো : ১. মন্ত্রিপরিষদ বিভাগ ২. প্রতিরক্ষা মন্ত্রণালয় ৩. সশস্ত্র বাহিনী বিভাগ ৪. শিক্ষা মন্ত্রণালয় ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ৬. খাদ্য মন্ত্রণালয় ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ৮. ভূমি মন্ত্রণালয় ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয় ১০. কৃষি মন্ত্রণালয় ১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২. রেলপথ মন্ত্রণালয় ১৩. জনপ্রশাসন মন্ত্রণালয় ১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয় ১৬. পানি সম্পদ মন্ত্রণালয় ১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২১. বাণিজ্য মন্ত্রণালয় ২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় #solpal #newsbox
    Like
    1
    0 Kommentare 0 Anteile 41 Ansichten 0 Vorschau
  • অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ গণতান্ত্রিক পরিকল্পনা দেখতে চায় যুক্তরাষ্ট্র: মুখপাত্র
    মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তী সরকার কী পরিকল্পনা নেয়, যুক্তরাষ্ট্র সেটা দেখতে চায়।

    গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র এ কথা বলেন।

    ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ নিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, তাঁর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের কোনো যোগাযোগ আছে কি না।
    #solpal #newspoint
    অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ গণতান্ত্রিক পরিকল্পনা দেখতে চায় যুক্তরাষ্ট্র: মুখপাত্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তী সরকার কী পরিকল্পনা নেয়, যুক্তরাষ্ট্র সেটা দেখতে চায়। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র এ কথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ নিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, তাঁর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের কোনো যোগাযোগ আছে কি না। #solpal #newspoint
    0 Kommentare 0 Anteile 110 Ansichten 0 Vorschau
  • নাহিদ দায়িত্ব পেলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের, আসিফ যুব ও ক্রীড়া
    বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ২৭টি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বে রাখা হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের মাঝে দায়িত্ব বণ্টন হয়েছে।

    এতে জানা যায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
    #solpal #newsbox
    নাহিদ দায়িত্ব পেলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের, আসিফ যুব ও ক্রীড়া বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ২৭টি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বে রাখা হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের মাঝে দায়িত্ব বণ্টন হয়েছে। এতে জানা যায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। #solpal #newsbox
    Like
    1
    0 Kommentare 0 Anteile 94 Ansichten 0 Vorschau
  • ১৫ আগস্ট ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার তাগিদ তিন দেশের
    আগামী ১৫ আগস্ট আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

    ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। বিবৃতিতে তারা বলেছে, দোহা কিংবা কায়রোতে এ আলোচনা হতে পারে।

    বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির একটি রূপরেখা এখন আলোচনার টেবিলে আছে। এখন এর বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ করার বাকি আছে। নষ্ট করার মতো সময় নেই। দেরির বিষয়ে কোনো দলের পক্ষ থেকে অজুহাত দেওয়ারও সুযোগ নেই।
    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি আলোচনাকারীরা সেখানে থাকবেন। তাঁদের লক্ষ্য হলো, চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা ও বাস্তবায়ন করা।

    ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
    তিন দেশের পক্ষ থেকে এমন সময়ে বিবৃতিটি দেওয়া হলো, যখন কিনা হামাস ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যাকে কেন্দ্র করে ইরান প্রতিশোধ নিতে হামলা চালাবে এবং অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

    মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কোনো আশা নেই। কারণ, হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সুরাহা করতে সময় লাগবে। আলোচনার টেবিলে দুই পক্ষকেই সক্রিয় থাকতে হবে।
    ১৫ আগস্ট ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার তাগিদ তিন দেশের আগামী ১৫ আগস্ট আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। বিবৃতিতে তারা বলেছে, দোহা কিংবা কায়রোতে এ আলোচনা হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির একটি রূপরেখা এখন আলোচনার টেবিলে আছে। এখন এর বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ করার বাকি আছে। নষ্ট করার মতো সময় নেই। দেরির বিষয়ে কোনো দলের পক্ষ থেকে অজুহাত দেওয়ারও সুযোগ নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি আলোচনাকারীরা সেখানে থাকবেন। তাঁদের লক্ষ্য হলো, চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা ও বাস্তবায়ন করা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তিন দেশের পক্ষ থেকে এমন সময়ে বিবৃতিটি দেওয়া হলো, যখন কিনা হামাস ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যাকে কেন্দ্র করে ইরান প্রতিশোধ নিতে হামলা চালাবে এবং অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কোনো আশা নেই। কারণ, হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সুরাহা করতে সময় লাগবে। আলোচনার টেবিলে দুই পক্ষকেই সক্রিয় থাকতে হবে।
    0 Kommentare 0 Anteile 56 Ansichten 0 Vorschau
  • নাসার ক্রু-৯ মিশনের উড্ডয়ন বিলম্বিত
    বোয়িং স্টারলাইনার মহাকাশযানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং পোর্টের সংকট দেখা দিয়েছে। ফলে নাসার পরবর্তী ক্রু-৯ মিশন, যা ১৮ আগস্ট উড্ডয়ন করার কথা ছিল, তা পেছানো হয়েছে। এখন সেটি ২৪ সেপ্টেম্বরের দিকে পুনঃনির্ধারণ করার চেষ্টা চলছে।

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্তরাষ্ট্রের দুটি ডকিং পোর্ট রয়েছে। কিন্তু সেগুলো বর্তমানে আগের মহাকাশযান দ্বারা দখলকৃত। স্টারলাইনারের কারিগরি ত্রুটির কারণে এটি আট দিন থাকার কথা থাকলেও হিলিয়াম গ্যাস লিকেজের কারণে ফিরে আসতে পারছে না। ফলে এটি কয়েক মাস ধরে ডকিং পোর্টটি দখল করে রেখেছে।নাসা জানিয়েছে, স্টারলাইনারের গ্রাউন্ড টিম এটি ফিরিয়ে আনার জন্য কাজ করছে, এবং মহাকাশচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে, তাদের ফ্লাইটের নির্ধারণের আগে তাদের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করা হবে। বোয়িংয়ের প্রথম যাত্রীবাহী মিশন এই বছরের জুনে চালু হয় এবং স্টারলাইনার স্টেশনে নিয়মিত ফ্লাইটের জন্য যাত্রা করে।
    #solpal #zayantech #news
    নাসার ক্রু-৯ মিশনের উড্ডয়ন বিলম্বিত বোয়িং স্টারলাইনার মহাকাশযানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং পোর্টের সংকট দেখা দিয়েছে। ফলে নাসার পরবর্তী ক্রু-৯ মিশন, যা ১৮ আগস্ট উড্ডয়ন করার কথা ছিল, তা পেছানো হয়েছে। এখন সেটি ২৪ সেপ্টেম্বরের দিকে পুনঃনির্ধারণ করার চেষ্টা চলছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্তরাষ্ট্রের দুটি ডকিং পোর্ট রয়েছে। কিন্তু সেগুলো বর্তমানে আগের মহাকাশযান দ্বারা দখলকৃত। স্টারলাইনারের কারিগরি ত্রুটির কারণে এটি আট দিন থাকার কথা থাকলেও হিলিয়াম গ্যাস লিকেজের কারণে ফিরে আসতে পারছে না। ফলে এটি কয়েক মাস ধরে ডকিং পোর্টটি দখল করে রেখেছে।নাসা জানিয়েছে, স্টারলাইনারের গ্রাউন্ড টিম এটি ফিরিয়ে আনার জন্য কাজ করছে, এবং মহাকাশচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে, তাদের ফ্লাইটের নির্ধারণের আগে তাদের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করা হবে। বোয়িংয়ের প্রথম যাত্রীবাহী মিশন এই বছরের জুনে চালু হয় এবং স্টারলাইনার স্টেশনে নিয়মিত ফ্লাইটের জন্য যাত্রা করে। #solpal #zayantech #news
    0 Kommentare 0 Anteile 56 Ansichten 0 Vorschau
  • কবে মাঠের খেলায় ফিরবেন মেসি

    যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া এবারের কোপা আমেরিকা ফাইনালে গেল মাসের ১৪ তারিখে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় ও সর্বোচ্চ ১৬ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতে আলবিসেলেস্তেরা। তবে সেই ম্যাচে ডান পায়ে গুরুত্বর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
    #solpal #sportnews #messi #football
    কবে মাঠের খেলায় ফিরবেন মেসি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া এবারের কোপা আমেরিকা ফাইনালে গেল মাসের ১৪ তারিখে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় ও সর্বোচ্চ ১৬ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতে আলবিসেলেস্তেরা। তবে সেই ম্যাচে ডান পায়ে গুরুত্বর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। #solpal #sportnews #messi #football
    0 Kommentare 0 Anteile 206 Ansichten 0 Vorschau
  • 0 Kommentare 0 Anteile 28 Ansichten 10 0 Vorschau
  • Abu Toha Adnan
    #solpal #solpalvideo #islamic #islamicvideo #islamicadvice
    Abu Toha Adnan #solpal #solpalvideo #islamic #islamicvideo #islamicadvice
    0 Kommentare 0 Anteile 182 Ansichten 8 0 Vorschau
  • Islamic Video
    #islamic #solpal #solpalvideo #islamicvdo
    Islamic Video #islamic #solpal #solpalvideo #islamicvdo
    0 Kommentare 0 Anteile 124 Ansichten 10 0 Vorschau
  • Islamic Video
    #solpal #islamicvideo #abutohaadnan #abutoha #islamiccenter
    Islamic Video #solpal #islamicvideo #abutohaadnan #abutoha #islamiccenter
    0 Kommentare 0 Anteile 276 Ansichten 6 0 Vorschau