• MICHAEL HART'S CONTROVERSIAL TAKE ON PROPHET MUHAMMAD


    #solpal #solpalvideo #Muslim #Christian
    MICHAEL HART'S CONTROVERSIAL TAKE ON PROPHET MUHAMMAD #solpal #solpalvideo #Muslim #Christian
    0 Commentaires 0 Parts 1283 Vue 2 0 Aperçu
  • ওয়াই-ফাই নেটওয়ার্ক উন্নত করতে কিছু টিপস
    কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকাটা বেশ জরুরি। সাধারণ বা পেশাদার কাজ যেমনই হোক, ইন্টারনেট সংযোগে ব্যাঘাত মানে পিছিয়ে পড়া। ঘরে কিংবা অফিসে ইন্টারনেটের জন্য নির্ভর করতে হয় ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর। ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যে প্যাকেজ নেয়া হয় তার ওপর যেমন ইন্টারনেটের গতি নির্ভর করে, একইভাবে নির্ভর করে ঘরে বা অফিসে থাকা ওয়াই-ফাই নেটওয়ার্কে। এজন্য কিছু বিষয় লক্ষ রাখতে হয়। গিজচায়নার প্রতিবেদনে এমনই টিপস বা পরামর্শের কথা বলা হয়েছে যেগুলো অনুসরণ করলে ভালো ইন্টারনেট গতি পাওয়া যাবে।

    রাউটার উপযুক্ত স্থানে রাখা: আবদ্ধ বা ওয়াই-ফাই সিগন্যাল বাধা পেতে পারে এমন স্থানে না রেখে যতটা সম্ভব খোলামেলা স্থানে রাখতে হবে। সম্ভব হলে সমতলে, নয়তো দেয়ালে কিছুটা ওপরে টাঙানো যেতে পারে। তবে লক্ষ রাখতে হবে, যেসব ডিভাইসে বেশি ইন্টারনেট ব্যবহার করা হয় সেগুলোর কাছাকাছি যেন রাউটার থাকে।ইথারনেট কেবলের ব্যবহার: ঝামেলামুক্ত ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে যাতে তারের ঝামেলা পোহাতে না হয়। তবে রাউটার থেকে ইথারনেট কেবল ব্যবহার করলে আরো বেশি স্থিতিশীল ইন্টারনেট পাওয়া যাবে। ল্যাপটপ, ডেস্কটপ, সেটটপ বক্সের মতো কিছু ডিভাইসে ইথারনেট সংযোগের ব্যবস্থা থাকে। এসব ক্ষেত্রে ভালোমানের কেবল কিনলে ওয়াই-ফাই সিগন্যালের চেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে।

    চ্যানেল বা ব্যান্ডে পরিবর্তন: ওয়াই-ফাই সিগন্যালে ১, ৬ ও ১১ চ্যানেল থাকে। পাশাপাশি একাধিক রাউটারে যদি একই চ্যানেল ব্যবহার করা হয় তাহলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। এক্ষেত্রে ভিন্ন চ্যানেল ব্যবহার করা যেতে পারে। এছাড়া অধিকাংশ রাউটারে ডুয়াল ব্যান্ড প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। যেমন ২ দশমিক ৪ ও ৫ গিগাহার্টজ। রাউটারের সেটিংস থেকে জানা যাবে ডুয়াল প্রযুক্তি আছে কিনা। ২ দশমিক ৪ গিগাহার্টজের রাউটার বড় অংশজুড়ে ইন্টারনেট দিতে পারলেও গতি কম থাকে। আর ৫ গিগাহার্টজ এর ভিন্ন। তাই প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যেতে পারে।
    ওয়াই-ফাই নেটওয়ার্ক উন্নত করতে কিছু টিপস কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকাটা বেশ জরুরি। সাধারণ বা পেশাদার কাজ যেমনই হোক, ইন্টারনেট সংযোগে ব্যাঘাত মানে পিছিয়ে পড়া। ঘরে কিংবা অফিসে ইন্টারনেটের জন্য নির্ভর করতে হয় ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর। ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যে প্যাকেজ নেয়া হয় তার ওপর যেমন ইন্টারনেটের গতি নির্ভর করে, একইভাবে নির্ভর করে ঘরে বা অফিসে থাকা ওয়াই-ফাই নেটওয়ার্কে। এজন্য কিছু বিষয় লক্ষ রাখতে হয়। গিজচায়নার প্রতিবেদনে এমনই টিপস বা পরামর্শের কথা বলা হয়েছে যেগুলো অনুসরণ করলে ভালো ইন্টারনেট গতি পাওয়া যাবে। রাউটার উপযুক্ত স্থানে রাখা: আবদ্ধ বা ওয়াই-ফাই সিগন্যাল বাধা পেতে পারে এমন স্থানে না রেখে যতটা সম্ভব খোলামেলা স্থানে রাখতে হবে। সম্ভব হলে সমতলে, নয়তো দেয়ালে কিছুটা ওপরে টাঙানো যেতে পারে। তবে লক্ষ রাখতে হবে, যেসব ডিভাইসে বেশি ইন্টারনেট ব্যবহার করা হয় সেগুলোর কাছাকাছি যেন রাউটার থাকে।ইথারনেট কেবলের ব্যবহার: ঝামেলামুক্ত ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে যাতে তারের ঝামেলা পোহাতে না হয়। তবে রাউটার থেকে ইথারনেট কেবল ব্যবহার করলে আরো বেশি স্থিতিশীল ইন্টারনেট পাওয়া যাবে। ল্যাপটপ, ডেস্কটপ, সেটটপ বক্সের মতো কিছু ডিভাইসে ইথারনেট সংযোগের ব্যবস্থা থাকে। এসব ক্ষেত্রে ভালোমানের কেবল কিনলে ওয়াই-ফাই সিগন্যালের চেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। চ্যানেল বা ব্যান্ডে পরিবর্তন: ওয়াই-ফাই সিগন্যালে ১, ৬ ও ১১ চ্যানেল থাকে। পাশাপাশি একাধিক রাউটারে যদি একই চ্যানেল ব্যবহার করা হয় তাহলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। এক্ষেত্রে ভিন্ন চ্যানেল ব্যবহার করা যেতে পারে। এছাড়া অধিকাংশ রাউটারে ডুয়াল ব্যান্ড প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। যেমন ২ দশমিক ৪ ও ৫ গিগাহার্টজ। রাউটারের সেটিংস থেকে জানা যাবে ডুয়াল প্রযুক্তি আছে কিনা। ২ দশমিক ৪ গিগাহার্টজের রাউটার বড় অংশজুড়ে ইন্টারনেট দিতে পারলেও গতি কম থাকে। আর ৫ গিগাহার্টজ এর ভিন্ন। তাই প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যেতে পারে।
    Like
    1
    0 Commentaires 0 Parts 189 Vue 0 Aperçu
  • Phir muhabbat karne chala!
    #solpal #solpalvideo #Bangladesh
    Phir muhabbat karne chala!😸💗 #solpal #solpalvideo #Bangladesh
    0 Commentaires 0 Parts 277 Vue 4 0 Aperçu
  • স্ন্যাপের দৈনিক ব্যবহারকারী ছাড়িয়েছে ৪৩ কোটি
    চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্ন্যাপচ্যাটের প্যারেন্ট কোম্পানি স্ন্যাপের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯ শতাংশ বেড়ে ৪৩ কোটি ছাড়িয়েছে। সংখ্যাটি গত বছরের এ সময়ের তুলনায় প্রায় সাড়ে তিন কোটি বেশি। খবর দ্য হলিউড রিপোর্টার্স।

    কোম্পানিটি বলছে, তারা ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে আয় করেছে ১২৪ কোটি ডলার, যা গত বছর একই সময় ছিল ১০৭ কোটি ডলার। ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা জানান, এপ্রিল-জুনের এ প্রবৃদ্ধি তাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে। এ সময় স্ন্যাপের শেয়ারের দাম কমেছে ২২ শতাংশ। তারা বলছেন, বিজ্ঞাপন থেকে আয় নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। কারণ কিছু কিছু বিজ্ঞাপনের বাজার খুব শক্তিশালী ছিল না। তবে কোম্পানিটি গত বছরের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট ক্ষতির পরিমাণ কমিয়ে এনেছে প্রায় ২৫ কোটি ডলারে। গত বছর কোম্পানিটির ক্ষতি হয়েছিল সাড়ে ৩৭ কোটি ডলারের বেশি।স্ন্যাপ জানিয়েছে, সক্রিয় মাসিক ব্যবহারকারীর দিক থেকেও নতুন রেকর্ড করেছে স্ন্যাপচ্যাট। কোম্পানিটির মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে ৮৫ কোটি। এছাড়া স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবারের সংখ্যা ৯০ লাখ থেকে বেড়ে এ প্রান্তিকে হয়েছে এক কোটির বেশি। স্ন্যাপচ্যাট অ্যাপের কন্টেন্টগুলো আরো সুসংগঠিত ও পার্সোনালাইজড করতে স্ন্যাপ মেশিন লার্নিং ব্যবহার করছে। এ কারণে ব্যবহারকারীরা অ্যাপটিতে বেশি সময় ব্যয় করছেন বলে জানায় কোম্পানিটি। ব্যবহারকারীরা গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছর এপ্রিল-জুন সময়ে স্ন্যাপে কন্টেন্ট দেখতে ২৫ শতাংশ বেশি সময় ব্যয় করছে এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১০ শতাংশ বেশি সময় ব্যয় করছে৷ তারা স্পটলাইট ও ক্রিয়েটর স্টোরিজের মতো ফিচারে বেশি সময় ব্যয় করছে।

    সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর তৃতীয় প্রান্তিকে স্ন্যাপে মাসিক সক্রিয় ব্যবহারকারী ৪৪ কোটির বেশি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই সঙ্গে কোম্পানির আয় ১৩৩ দশমিক ৫ কোটি থেকে ১৩৭ কোটি ডলারের বেশি হবে বলে আশা করছে স্ন্যাপ। #zayantech #solpal #solpaltech #technews
    স্ন্যাপের দৈনিক ব্যবহারকারী ছাড়িয়েছে ৪৩ কোটি চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্ন্যাপচ্যাটের প্যারেন্ট কোম্পানি স্ন্যাপের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯ শতাংশ বেড়ে ৪৩ কোটি ছাড়িয়েছে। সংখ্যাটি গত বছরের এ সময়ের তুলনায় প্রায় সাড়ে তিন কোটি বেশি। খবর দ্য হলিউড রিপোর্টার্স। কোম্পানিটি বলছে, তারা ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে আয় করেছে ১২৪ কোটি ডলার, যা গত বছর একই সময় ছিল ১০৭ কোটি ডলার। ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা জানান, এপ্রিল-জুনের এ প্রবৃদ্ধি তাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে। এ সময় স্ন্যাপের শেয়ারের দাম কমেছে ২২ শতাংশ। তারা বলছেন, বিজ্ঞাপন থেকে আয় নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। কারণ কিছু কিছু বিজ্ঞাপনের বাজার খুব শক্তিশালী ছিল না। তবে কোম্পানিটি গত বছরের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট ক্ষতির পরিমাণ কমিয়ে এনেছে প্রায় ২৫ কোটি ডলারে। গত বছর কোম্পানিটির ক্ষতি হয়েছিল সাড়ে ৩৭ কোটি ডলারের বেশি।স্ন্যাপ জানিয়েছে, সক্রিয় মাসিক ব্যবহারকারীর দিক থেকেও নতুন রেকর্ড করেছে স্ন্যাপচ্যাট। কোম্পানিটির মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে ৮৫ কোটি। এছাড়া স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবারের সংখ্যা ৯০ লাখ থেকে বেড়ে এ প্রান্তিকে হয়েছে এক কোটির বেশি। স্ন্যাপচ্যাট অ্যাপের কন্টেন্টগুলো আরো সুসংগঠিত ও পার্সোনালাইজড করতে স্ন্যাপ মেশিন লার্নিং ব্যবহার করছে। এ কারণে ব্যবহারকারীরা অ্যাপটিতে বেশি সময় ব্যয় করছেন বলে জানায় কোম্পানিটি। ব্যবহারকারীরা গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছর এপ্রিল-জুন সময়ে স্ন্যাপে কন্টেন্ট দেখতে ২৫ শতাংশ বেশি সময় ব্যয় করছে এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১০ শতাংশ বেশি সময় ব্যয় করছে৷ তারা স্পটলাইট ও ক্রিয়েটর স্টোরিজের মতো ফিচারে বেশি সময় ব্যয় করছে। সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর তৃতীয় প্রান্তিকে স্ন্যাপে মাসিক সক্রিয় ব্যবহারকারী ৪৪ কোটির বেশি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই সঙ্গে কোম্পানির আয় ১৩৩ দশমিক ৫ কোটি থেকে ১৩৭ কোটি ডলারের বেশি হবে বলে আশা করছে স্ন্যাপ। #zayantech #solpal #solpaltech #technews
    Like
    1
    0 Commentaires 0 Parts 899 Vue 0 Aperçu
  • অ্যানড্রয়েড ১৪ ভার্সনের ১৫টি বিশেষ ফিচার জানুন
    স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড। এখন এর হালনাগাদ সংস্করণ চলছে ১৪। এই আপডেট ভার্সনে বেশ কিছু চমকপ্রদ ফিচার রয়েছে। যা অত্যাধুনিক ও প্রয়োজনীয়। জানুন অ্যানড্রয়েড ১৪ ভার্সন চালিত স্মার্টফোনের ১৫টি বিশেষ ফিচার সম্পর্কে।
    অ্যানড্রয়েড ১৪ ভার্সনের ১৫টি বিশেষ ফিচার জানুন স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড। এখন এর হালনাগাদ সংস্করণ চলছে ১৪। এই আপডেট ভার্সনে বেশ কিছু চমকপ্রদ ফিচার রয়েছে। যা অত্যাধুনিক ও প্রয়োজনীয়। জানুন অ্যানড্রয়েড ১৪ ভার্সন চালিত স্মার্টফোনের ১৫টি বিশেষ ফিচার সম্পর্কে।
    Like
    1
    0 Commentaires 0 Parts 187 Vue 0 Aperçu
  • Sylhet City Photo Night
    Sylhet City Photo Night
    Like
    1
    0 Commentaires 0 Parts 197 Vue 0 Aperçu
  • Sylhet
    Sylhet
    Like
    1
    0 Commentaires 0 Parts 197 Vue 0 Aperçu
  • 0 Commentaires 0 Parts 315 Vue 0 Aperçu
  • 0 Commentaires 0 Parts 321 Vue 0 Aperçu
  • 0 Commentaires 0 Parts 326 Vue 0 Aperçu