• Ashiq, The young Captain who made the whole Army proud, received his due appreciation.
    Ashiq, The young Captain who made the whole Army proud, received his due appreciation.❤️
    0 Kommentare 0 Anteile 67 Ansichten 0 Vorschau
  • A good wife is a great gift from God but a good husband is definitely from Notre Dame College.
    A good wife is a great gift from God but a good husband is definitely from Notre Dame College.
    0 Kommentare 0 Anteile 50 Ansichten 0 Vorschau
  • Why do you feel so happy?
    Me watching my beloved flag in Pakistan

    #solpal #Bangladesh #NDC #solpalvideo #GenZ
    Why do you feel so happy? Me watching my beloved flag in Pakistan 🇵🇰🇧🇩 #solpal #Bangladesh #NDC #solpalvideo #GenZ
    0 Kommentare 0 Anteile 344 Ansichten 4 0 Vorschau
  • পুরুষ সস্তা নয়, দায়িত্বশীল!
    #solpal #solpalvide #Bangladesh
    পুরুষ সস্তা নয়, দায়িত্বশীল!😅💔 #solpal #solpalvide #Bangladesh
    0 Kommentare 0 Anteile 76 Ansichten 5 0 Vorschau
  • পিছনের হত/ভাগা টা আমি!
    #solpal #solpalvide #Bangladesh
    পিছনের হত/ভাগা টা আমি!🙂💔 #solpal #solpalvide #Bangladesh
    0 Kommentare 0 Anteile 76 Ansichten 13 0 Vorschau
  • IBN BATTUTA EDIT || JOURNEY TO MECCA: IN THE FOOTSTEPS OF IBN BATTUTA

    #solpal #solpalvideo #Muslim #Christian
    IBN BATTUTA EDIT || JOURNEY TO MECCA: IN THE FOOTSTEPS OF IBN BATTUTA #solpal #solpalvideo #Muslim #Christian
    0 Kommentare 0 Anteile 414 Ansichten 13 0 Vorschau
  • 0 Kommentare 0 Anteile 166 Ansichten 0 Vorschau
  • Iran vs Israel
    #Iran #solpal #solpalvideo #Israel
    Iran vs Israel #Iran #solpal #solpalvideo #Israel
    0 Kommentare 0 Anteile 191 Ansichten 21 0 Vorschau
  • মিরপুরের দুই হত্যা মামলায় আসামি শেখ হাসিনা
    গত ৪ অগাস্ট মিরপুর গোল চত্বরের কাছে গুলিতে নিহত আব্দুল্লাহ কবির ও লিটন হাসান লালু।
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুরে গুলিতে দুইজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুটি হত্যা মামলা হয়েছে।

    এর মধ্যে একটি মামলা করেছেন গত ৪ অগাস্ট মিরপুর গোল চত্বরের কাছে গুলিতে নিহত আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার ওরফে আফসানা ইসলাম। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬২ জনকে আসামি করা হয়েছে।

    অন্য মামলাটি করেছেন একই দিনে নিহত লিটন হাসান লালুর ভাই মিলন। এ মামলায় শেখ হাসিনাসহ ১৪৮ জনকে আসামি করা হয়েছে।
    উভয় মামলায় আসামির তালিকায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নাম রয়েছে।

    সোমবার ঢাকার হাকিম আদালতে মামলা দুটি দায়ের করা হয়। আলাদাভাবে বাদীদের জবানবন্দি শুনে মহানগর হাকিম মেহেদী হাসান মিরপুর থানার ওসিকে অভিযোগ দুটি নিয়মিত মামলা হিসেবে এফআইএর ভুক্ত করে ৭২ ঘণ্টার মধ্যে আদালতকে অবহিত করার নির্দেশ দেন।

    আব্দুল্লাহ কবির হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক সংসদ সদস্য কামাল মজুমদার, সাবেক সদস্য সদস্য ইলিয়াস মোল্লা, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপি কাফরুল থানার ওসি মো. শামিম, এডিসি ইমতিয়াজ, ডিসি জসিম উদ্দিনের নাম রয়েছে আসামির তালিকায়।

    মামলার আরজিতে বলা হয়, গত ৪ অগাস্ট দুপুরে মিরপুর ১০ গোল চত্বর আইডিয়াল স্কুলের সামনে ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওযা ছাত্র জনতাকে সহযোগিতা করার পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিলেন আব্দুল্লাহ কবির। সেখানে পুলিশ, র‍্যাব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নির্বিচারে গুলি চালায়। তখন গুলিবদ্ধ এক ছাত্রকে সাহায্য করতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ কবির।
    #solpal #solpalnews #newsbox #emsadi
    মিরপুরের দুই হত্যা মামলায় আসামি শেখ হাসিনা গত ৪ অগাস্ট মিরপুর গোল চত্বরের কাছে গুলিতে নিহত আব্দুল্লাহ কবির ও লিটন হাসান লালু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুরে গুলিতে দুইজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা করেছেন গত ৪ অগাস্ট মিরপুর গোল চত্বরের কাছে গুলিতে নিহত আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার ওরফে আফসানা ইসলাম। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬২ জনকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি করেছেন একই দিনে নিহত লিটন হাসান লালুর ভাই মিলন। এ মামলায় শেখ হাসিনাসহ ১৪৮ জনকে আসামি করা হয়েছে। উভয় মামলায় আসামির তালিকায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নাম রয়েছে। সোমবার ঢাকার হাকিম আদালতে মামলা দুটি দায়ের করা হয়। আলাদাভাবে বাদীদের জবানবন্দি শুনে মহানগর হাকিম মেহেদী হাসান মিরপুর থানার ওসিকে অভিযোগ দুটি নিয়মিত মামলা হিসেবে এফআইএর ভুক্ত করে ৭২ ঘণ্টার মধ্যে আদালতকে অবহিত করার নির্দেশ দেন। আব্দুল্লাহ কবির হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক সংসদ সদস্য কামাল মজুমদার, সাবেক সদস্য সদস্য ইলিয়াস মোল্লা, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপি কাফরুল থানার ওসি মো. শামিম, এডিসি ইমতিয়াজ, ডিসি জসিম উদ্দিনের নাম রয়েছে আসামির তালিকায়। মামলার আরজিতে বলা হয়, গত ৪ অগাস্ট দুপুরে মিরপুর ১০ গোল চত্বর আইডিয়াল স্কুলের সামনে ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওযা ছাত্র জনতাকে সহযোগিতা করার পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিলেন আব্দুল্লাহ কবির। সেখানে পুলিশ, র‍্যাব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নির্বিচারে গুলি চালায়। তখন গুলিবদ্ধ এক ছাত্রকে সাহায্য করতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ কবির। #solpal #solpalnews #newsbox #emsadi
    Like
    1
    0 Kommentare 0 Anteile 91 Ansichten 0 Vorschau
  • বসুন্ধরার মিডিয়া হাউজে হামলা-ভাংচুর
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, ‘সাধারণ ছাত্রদের ব্যানার’ ব্যবহার করে গণমাধ্যমের ওপর হামলা করা হয়েছে।
    বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল লোক।

    সোমবার দুপুর ২টার দিকে ৭০-৮০ জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতে হকিস্টিকসহ লাঠিসোঁটা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

    বসুন্ধরা আবাসিক এলাকায় পাশপাশি তিনটি ভবনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে।
    ওই গ্রুপের একজন সংবাদকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আকস্মিকভাবে ৭০-৮০ জনের একটি দল স্লোগান দিয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ অফিসের সামনে আসে। তারা ভবনের সামনে রাখা অন্তত ২০টি গাড়িতে ভাংচুর চালায়। ভবনের সামনের কাচের দেয়াল ও দরজা ভাংচুর করে কিছুক্ষণের মধ্যে চলে যায়।”
    নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে তিনি বলেন, “মূল ফটকে থাকা ৭-৮ জন নিরাপত্তাকর্মীর বাধা উপেক্ষা করে তারা হামলা চালায়। হামলার আগে আশপাশের গলিতে তারা খণ্ড খণ্ড গ্রুপে জমায়েত হয়। পরে ৩০০ ফুট সড়ক থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশের প্রধান সড়কের দিক থেকে মূল মিছিলটি এলে ছোট গ্রুপগুলো মিছিলের সঙ্গে মিশে একসঙ্গে হামলা চালায়।”
    #solpal #newsbox #emsadi
    বসুন্ধরার মিডিয়া হাউজে হামলা-ভাংচুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, ‘সাধারণ ছাত্রদের ব্যানার’ ব্যবহার করে গণমাধ্যমের ওপর হামলা করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল লোক। সোমবার দুপুর ২টার দিকে ৭০-৮০ জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতে হকিস্টিকসহ লাঠিসোঁটা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় পাশপাশি তিনটি ভবনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে। ওই গ্রুপের একজন সংবাদকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আকস্মিকভাবে ৭০-৮০ জনের একটি দল স্লোগান দিয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ অফিসের সামনে আসে। তারা ভবনের সামনে রাখা অন্তত ২০টি গাড়িতে ভাংচুর চালায়। ভবনের সামনের কাচের দেয়াল ও দরজা ভাংচুর করে কিছুক্ষণের মধ্যে চলে যায়।” নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে তিনি বলেন, “মূল ফটকে থাকা ৭-৮ জন নিরাপত্তাকর্মীর বাধা উপেক্ষা করে তারা হামলা চালায়। হামলার আগে আশপাশের গলিতে তারা খণ্ড খণ্ড গ্রুপে জমায়েত হয়। পরে ৩০০ ফুট সড়ক থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশের প্রধান সড়কের দিক থেকে মূল মিছিলটি এলে ছোট গ্রুপগুলো মিছিলের সঙ্গে মিশে একসঙ্গে হামলা চালায়।” #solpal #newsbox #emsadi
    0 Kommentare 0 Anteile 106 Ansichten 0 Vorschau