• সাবেক দুই আইজিপি রিমান্ডে
    সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফিকেও রিমান্ডে পেয়েছে পুলিশ।
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই জন নিহতের ঘটনায় দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

    সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফিকেও আরেক মামলায় রিমান্ডে পেয়েছে পুলিশ।

    পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার তিনজন মহানগর হাকিম বুধবার এই আদেশ দেন।
    এর মধ্যে শহীদুল হককে ঢাকার নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

    আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে মোহম্মদপুরের দোকানদার আবু সায়েদ হত্যা মামলায়।

    আর ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে হাজারীবাগ থানার মামলায় আব্দুল্লাহ হিল কাফিকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
    সাবেক দুই আইজিপি রিমান্ডে সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফিকেও রিমান্ডে পেয়েছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই জন নিহতের ঘটনায় দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফিকেও আরেক মামলায় রিমান্ডে পেয়েছে পুলিশ। পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার তিনজন মহানগর হাকিম বুধবার এই আদেশ দেন। এর মধ্যে শহীদুল হককে ঢাকার নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে মোহম্মদপুরের দোকানদার আবু সায়েদ হত্যা মামলায়। আর ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে হাজারীবাগ থানার মামলায় আব্দুল্লাহ হিল কাফিকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
    0 Commentarii 0 Distribuiri 44 Views 0 previzualizare
  • ইউক্রেইনের লভিভে রাশিয়ার আকাশ হামলায় শিশুসহ নিহত ৭
    আগের দিন দেশটির পোলতভা নগরীর একটি সামরিক ইন্সটিটিউটে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জন নিহত হন।

    ইউক্রেইনের লভিভে রাশিয়ার আকাশ হামলায় শিশুসহ নিহত ৭ আগের দিন দেশটির পোলতভা নগরীর একটি সামরিক ইন্সটিটিউটে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জন নিহত হন।
    0 Commentarii 0 Distribuiri 41 Views 0 previzualizare
  • আল্লাহর কাছে আছে, লেখা লাগবে না.!☝🏻

    #GenZ #solpal #solpalvideo #Bangladesh
    আল্লাহর কাছে আছে, লেখা লাগবে না.!☝🏻🥀❤️‍🩹 #GenZ #solpal #solpalvideo #Bangladesh
    0 Commentarii 0 Distribuiri 175 Views 3 0 previzualizare
  • #Nepal #solpal #solpalvideo #Comedy
    #Nepal #solpal #solpalvideo #Comedy
    0 Commentarii 0 Distribuiri 94 Views 0 previzualizare
  • নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের হামলায় নিহত ৩৭
    সন্দেহভাজন জঙ্গিরা মোটরসাইকেলে করে এসে বাজার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং দোকান ও বাড়িতে অগ্নিসংযোগ করে।
    নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।

    তারা জানান, সন্দেহভাজন জঙ্গিরা মোটরসাইকেলে করে এসে বাজার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং দোকান ও বাড়িতে অগ্নিসংযোগ করে।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে কারণ অনেক গ্রামবাসী এখনও নিখোঁজ, হামলার মুখে অনেক জঙ্গলের দিকে পালিয়ে গেলে জঙ্গিরাও তাদের ধরতে সেদিকে যায়।

    যারা জঙ্গলের দিকে পালিয়ে গিয়েছিল তাদের মেরে ফেলা হয়েছে বলে আশঙ্কা তাদের।

    রয়টার্স জানায়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় যে তিনটি রাজ্যে ১৫ বছর ধরে সশস্ত্র বিদ্রোহ চলছে তাদের অন্যতম ইয়োবেতে রোববার বিকালে হামলার এ ঘটনা ঘটে। ওই তিন রাজ্যে সশস্ত্র বিদ্রোহে এ পর্যন্ত কয়েক হাজার নিহত ও ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

    ইয়োবে পুলিশের মুখপাত্র দুনগুস আব্দুলকরিম জানান, স্থানীয় পাহারাদার কমিটির সদস্যরা বোকো হারামের দুই সন্দেহভাজন যোদ্ধাকে হত্যা করেছিল, তার প্রতিশোধ নিতে মাফা গ্রামে এ হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
    তিনি আরও জানান, বাজারে গুলিবর্ষণ করে ভবনগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার পর জঙ্গলে পালিয়ে যাওয়া অন্য বাসিন্দাদের খুঁজে বের করে তাদের গুলি করে মারে জঙ্গিরা।

    আব্দুলকরিম বলেন, “সন্ত্রাসীরা বহু মানুষকে হত্যা করেছে, কিন্তু হতাহতের মোট সংখ্যার বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।”

    ইয়োবে থেকে মাফা যাওয়ার পথে সেনাবাহিনীর কমান্ডিং অফিসারের সঙ্গে থাকা এক সেনা কর্মকর্তা সোমবার সন্ধ্যায় রয়টার্সকে জানান, গ্রামটিতে যাওয়ার পথে বিস্ফোরক পেতে রাখা হয়েছিল, সেনারা সেগুলো নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এই সেনা কর্মকর্তা বলেন, “আমরা ৩৭টি মৃতদেহ উদ্ধার করে সেগুলো বাবানগিদা জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি।”

    নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের হামলায় নিহত ৩৭ সন্দেহভাজন জঙ্গিরা মোটরসাইকেলে করে এসে বাজার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং দোকান ও বাড়িতে অগ্নিসংযোগ করে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, সন্দেহভাজন জঙ্গিরা মোটরসাইকেলে করে এসে বাজার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং দোকান ও বাড়িতে অগ্নিসংযোগ করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে কারণ অনেক গ্রামবাসী এখনও নিখোঁজ, হামলার মুখে অনেক জঙ্গলের দিকে পালিয়ে গেলে জঙ্গিরাও তাদের ধরতে সেদিকে যায়। যারা জঙ্গলের দিকে পালিয়ে গিয়েছিল তাদের মেরে ফেলা হয়েছে বলে আশঙ্কা তাদের। রয়টার্স জানায়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় যে তিনটি রাজ্যে ১৫ বছর ধরে সশস্ত্র বিদ্রোহ চলছে তাদের অন্যতম ইয়োবেতে রোববার বিকালে হামলার এ ঘটনা ঘটে। ওই তিন রাজ্যে সশস্ত্র বিদ্রোহে এ পর্যন্ত কয়েক হাজার নিহত ও ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইয়োবে পুলিশের মুখপাত্র দুনগুস আব্দুলকরিম জানান, স্থানীয় পাহারাদার কমিটির সদস্যরা বোকো হারামের দুই সন্দেহভাজন যোদ্ধাকে হত্যা করেছিল, তার প্রতিশোধ নিতে মাফা গ্রামে এ হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, বাজারে গুলিবর্ষণ করে ভবনগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার পর জঙ্গলে পালিয়ে যাওয়া অন্য বাসিন্দাদের খুঁজে বের করে তাদের গুলি করে মারে জঙ্গিরা। আব্দুলকরিম বলেন, “সন্ত্রাসীরা বহু মানুষকে হত্যা করেছে, কিন্তু হতাহতের মোট সংখ্যার বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।” ইয়োবে থেকে মাফা যাওয়ার পথে সেনাবাহিনীর কমান্ডিং অফিসারের সঙ্গে থাকা এক সেনা কর্মকর্তা সোমবার সন্ধ্যায় রয়টার্সকে জানান, গ্রামটিতে যাওয়ার পথে বিস্ফোরক পেতে রাখা হয়েছিল, সেনারা সেগুলো নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এই সেনা কর্মকর্তা বলেন, “আমরা ৩৭টি মৃতদেহ উদ্ধার করে সেগুলো বাবানগিদা জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি।”
    0 Commentarii 0 Distribuiri 40 Views 0 previzualizare
  • #Nepal #solpal #solpalvideo #Comedy
    #Nepal #solpal #solpalvideo #Comedy
    0 Commentarii 0 Distribuiri 94 Views 0 previzualizare
  • kaski shrimati?
    #Nepal #solpal #solpalvideo #Comedy
    kaski shrimati? #Nepal #solpal #solpalvideo #Comedy
    0 Commentarii 0 Distribuiri 114 Views 0 previzualizare
  • ইসরায়েলে আক্রমণ: হামাস নেতাদের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের
    মামলায় ৭ অক্টোবরের আক্রমণ সংঘটিত করার জন্য হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ আরও অন্তত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
    ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গত বছরের ৭ অক্টোবর প্রাণঘাতী আক্রমণের পরিকল্পনা, সমর্থন ও বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকার জন্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

    মামলায় ৭ অক্টোবরের আক্রমণ সংঘটিত করার জন্য হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ আরও অন্তত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

    দক্ষিণ ইসরায়েলে হামাসের ওই নজিরবিহীন আক্রমণে প্রায় ১২০০ জন নিহত হয়েছিল, তাদের মধ্যে ৪০ জনেরও বেশি মার্কিন নাগরিক ছিল।
    ইসরায়েলে আক্রমণ: হামাস নেতাদের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের মামলায় ৭ অক্টোবরের আক্রমণ সংঘটিত করার জন্য হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ আরও অন্তত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গত বছরের ৭ অক্টোবর প্রাণঘাতী আক্রমণের পরিকল্পনা, সমর্থন ও বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকার জন্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মামলায় ৭ অক্টোবরের আক্রমণ সংঘটিত করার জন্য হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ আরও অন্তত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ ইসরায়েলে হামাসের ওই নজিরবিহীন আক্রমণে প্রায় ১২০০ জন নিহত হয়েছিল, তাদের মধ্যে ৪০ জনেরও বেশি মার্কিন নাগরিক ছিল।
    0 Commentarii 0 Distribuiri 43 Views 0 previzualizare
  • ইউক্রেইনের নগরীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫১
    পোলতভায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এত সংখ্যক মানুষ নিহতের ঘটনা ইউক্রেইনের জন্য স্পষ্টতই খুবই কালো একটি দিন।
    ইউক্রেইনের পোলতভা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    এ হামলায় আহত হয়েছে আরও ২০০ জনের বেশি মানুষ। প্রাথমিক খবরে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি হাসপাতালে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছিল, মানুষজন বোমা শেল্টারে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। বিমান হামলার সতর্ক সংকেত বাজার পরপরই এ হামলা হয়।
    ইউক্রেইনের নগরীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫১ পোলতভায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এত সংখ্যক মানুষ নিহতের ঘটনা ইউক্রেইনের জন্য স্পষ্টতই খুবই কালো একটি দিন। ইউক্রেইনের পোলতভা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ হামলায় আহত হয়েছে আরও ২০০ জনের বেশি মানুষ। প্রাথমিক খবরে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি হাসপাতালে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছিল, মানুষজন বোমা শেল্টারে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। বিমান হামলার সতর্ক সংকেত বাজার পরপরই এ হামলা হয়।
    0 Commentarii 0 Distribuiri 43 Views 0 previzualizare
  • গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গোলিয়ায় পুতিন, পেলেন সাদর অভ্যর্থনা
    মঙ্গোলিয়া আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সদস্য হওয়ায় তাদের পুতিনকে গ্রেপ্তারের বাধ্যবাধকতা রয়েছে। তবে দেশটি আদেশ না মানলে তা মানানোর কোনও ব্যবস্থা নেই।
    আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও মঙ্গলবার মঙ্গোলিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    গত বছর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবারই প্রথম আইসিসি-র কোনও সদস্য দেশ সফরে গেলেন পুতিন। সেখানে তিনি সাদর অভ্যর্থনা পেয়েছেন। মঙ্গোলিয়ার নেতা রাজধানী উলানবাতরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন।

    রাজধানীর চেঙ্গিস খান স্কয়ারে পুতিনকে স্বাগত জানাতে ঘোড়ার পিঠে চড়ে উপস্থিত ছিল সারি সারি সেনা। সেখানে দুই দেশের পতাকাও উত্তোলন করা হয় বন্ধুত্বের প্রতীক হিসেবে। লাইভ ব্যান্ডে বাজানো হয় সামরিক স্তবসঙ্গীত। ফুল দিয়ে পুতিনকে স্বাগত জানায় ছোট্ট এক বালিকা।
    গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গোলিয়ায় পুতিন, পেলেন সাদর অভ্যর্থনা মঙ্গোলিয়া আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সদস্য হওয়ায় তাদের পুতিনকে গ্রেপ্তারের বাধ্যবাধকতা রয়েছে। তবে দেশটি আদেশ না মানলে তা মানানোর কোনও ব্যবস্থা নেই। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও মঙ্গলবার মঙ্গোলিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবারই প্রথম আইসিসি-র কোনও সদস্য দেশ সফরে গেলেন পুতিন। সেখানে তিনি সাদর অভ্যর্থনা পেয়েছেন। মঙ্গোলিয়ার নেতা রাজধানী উলানবাতরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন। রাজধানীর চেঙ্গিস খান স্কয়ারে পুতিনকে স্বাগত জানাতে ঘোড়ার পিঠে চড়ে উপস্থিত ছিল সারি সারি সেনা। সেখানে দুই দেশের পতাকাও উত্তোলন করা হয় বন্ধুত্বের প্রতীক হিসেবে। লাইভ ব্যান্ডে বাজানো হয় সামরিক স্তবসঙ্গীত। ফুল দিয়ে পুতিনকে স্বাগত জানায় ছোট্ট এক বালিকা।
    0 Commentarii 0 Distribuiri 41 Views 0 previzualizare