Sports Zone
Sports Zone
Aggiornamenti recenti
  • ব্যাটিংয়ে ফের ব্যর্থ সাকিব, ক্লার্ক ৪৭ বলে শূন্য, সারের নাটকীয় হার
    রান তাড়ায় শূন্য রানে ফিরলেন সাকিব, অবিশ্বাস্য এক জয় পেল সমারসেট।
    ব্যাটিংয়ে ফের ব্যর্থ সাকিব, ক্লার্ক ৪৭ বলে শূন্য, সারের নাটকীয় হার রান তাড়ায় শূন্য রানে ফিরলেন সাকিব, অবিশ্বাস্য এক জয় পেল সমারসেট।
    0 Commenti 0 condivisioni 97 Views 0 Anteprima
  • লম্বা সময় পর টেস্ট খেলার সুযোগ হারিয়ে হতাশ নিউ জিল্যান্ড
    শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে সামনের সিরিজের আগে ম্যাচ খেলে প্রস্তুতির লক্ষ্য ছিল নিউ জিল্যান্ডের, বৃষ্টি ও ভেজা আউটফিল্ডে ভেস্তে গেছে সব।

    লম্বা সময় পর টেস্ট খেলার সুযোগ হারিয়ে হতাশ নিউ জিল্যান্ড শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে সামনের সিরিজের আগে ম্যাচ খেলে প্রস্তুতির লক্ষ্য ছিল নিউ জিল্যান্ডের, বৃষ্টি ও ভেজা আউটফিল্ডে ভেস্তে গেছে সব।
    1 Commenti 0 condivisioni 96 Views 0 Anteprima
  • জয়ের নায়ক লিভিংস্টোনের প্রশংসায় পঞ্চমুখ সল্ট
    অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঝড়ো ইনিংসে ইংল্যান্ডকে জিতিয়েছেন লিয়াম লিভিংস্টোন।
    দুইশ ছুঁইছুঁই রান তাড়ায় দ্রুত ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল ইংল্যান্ড। তবে দলকে বেকায়দায় পড়তে দেননি লিয়াম লিভিংস্টোন। বল হাতে অবদান রাখার পর, চার নম্বরে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে নায়ক হয়ে ওঠা এই ব্যাটসম্যানের পারফরম্যান্সে মুগ্ধ ইংলিশ অধিনায়ক ফিল সল্ট।

    কার্ডিফে শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার করা ১৯৩ রানের জবাবে ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেন লিভিংস্টোন। ৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় স্বাগতিকরা। এর আগে বল হাতে লিভিংস্টোন নেন ১৬ রানে ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারের লড়াইয়ে তাই তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

    বিশাল লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারে তিন বলের মধ্যে আউট হন উইল জ্যাকস ও জর্ডান কক্স। চাপের মুখে পাল্টা আক্রমণের পথ ধরেন লিভিংস্টোন। সল্টের সঙ্গে তৃতীয় উইকেটে তিনি যোগ করেন ২৯ বলে ৪৫ রান। ২ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৩৯ রান করে ফেরেন সল্ট।
    জয়ের নায়ক লিভিংস্টোনের প্রশংসায় পঞ্চমুখ সল্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঝড়ো ইনিংসে ইংল্যান্ডকে জিতিয়েছেন লিয়াম লিভিংস্টোন। দুইশ ছুঁইছুঁই রান তাড়ায় দ্রুত ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল ইংল্যান্ড। তবে দলকে বেকায়দায় পড়তে দেননি লিয়াম লিভিংস্টোন। বল হাতে অবদান রাখার পর, চার নম্বরে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে নায়ক হয়ে ওঠা এই ব্যাটসম্যানের পারফরম্যান্সে মুগ্ধ ইংলিশ অধিনায়ক ফিল সল্ট। কার্ডিফে শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার করা ১৯৩ রানের জবাবে ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেন লিভিংস্টোন। ৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় স্বাগতিকরা। এর আগে বল হাতে লিভিংস্টোন নেন ১৬ রানে ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারের লড়াইয়ে তাই তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। বিশাল লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারে তিন বলের মধ্যে আউট হন উইল জ্যাকস ও জর্ডান কক্স। চাপের মুখে পাল্টা আক্রমণের পথ ধরেন লিভিংস্টোন। সল্টের সঙ্গে তৃতীয় উইকেটে তিনি যোগ করেন ২৯ বলে ৪৫ রান। ২ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৩৯ রান করে ফেরেন সল্ট।
    0 Commenti 0 condivisioni 95 Views 0 Anteprima
  • ভারত সফরে ‘ভালো খেলা’ দেখতে চান বিসিবি সভাপতি
    ওফল নিয়ে ভাবার চেয়ে ভারত সফরে ক্রিকেটারদের কাছে ভালো খেলা দেখার প্রত্যাশা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
    ভারত সফরে ‘ভালো খেলা’ দেখতে চান বিসিবি সভাপতি ওফল নিয়ে ভাবার চেয়ে ভারত সফরে ক্রিকেটারদের কাছে ভালো খেলা দেখার প্রত্যাশা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
    0 Commenti 0 condivisioni 90 Views 0 Anteprima
  • শ্রীলঙ্কায় রাবেয়া-নিগারদের অনায়াস জয়
    বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় এক দিনের ম্যাচে লঙ্কান নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।
    শ্রীলঙ্কায় রাবেয়া-নিগারদের অনায়াস জয় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় এক দিনের ম্যাচে লঙ্কান নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।
    Love
    1
    0 Commenti 0 condivisioni 106 Views 0 Anteprima
  • কাউন্টিতে ব্যাট হাতে ব্যর্থ সাকিব
    কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে প্রথম ইনিংসে অল্পেই আউট হয়ে গেলেন সাকিব আল হাসান।
    কাউন্টিতে ব্যাট হাতে ব্যর্থ সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে প্রথম ইনিংসে অল্পেই আউট হয়ে গেলেন সাকিব আল হাসান।
    0 Commenti 0 condivisioni 100 Views 0 Anteprima
  • কলম্বিয়ার মাঠে হেরে গেল আর্জেন্টিনা
    ১২ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেল লিওনেল স্কালোনির দল।
    পুরো ম্যাচেই সেভাবে ছন্দ খুঁজে পেল না আর্জেন্টিনা। বিরতির পর তারা ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় প্রতিপক্ষের ভুলে, তবে শেষ রক্ষা হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে জয়ের পথে ফিরল কলম্বিয়া।

    প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল।

    ইয়ের্সন মসকেরা কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান নিকোলাস গনসালেস। পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেস।
    কলম্বিয়ার মাঠে হেরে গেল আর্জেন্টিনা ১২ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেল লিওনেল স্কালোনির দল। পুরো ম্যাচেই সেভাবে ছন্দ খুঁজে পেল না আর্জেন্টিনা। বিরতির পর তারা ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় প্রতিপক্ষের ভুলে, তবে শেষ রক্ষা হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে জয়ের পথে ফিরল কলম্বিয়া। প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল। ইয়ের্সন মসকেরা কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান নিকোলাস গনসালেস। পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেস।
    0 Commenti 0 condivisioni 99 Views 0 Anteprima
  • বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিভীষিকা, মার্কিনিয়োস বললেন, ‘সময়টা কঠিন’
    ২০০৩ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচে স্রেফ ৫টি হার ছিল ব্রাজিলের, এবার ৮ ম্যাচেই হেরে তারা গেছে ৪টিতে।
    বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিভীষিকা, মার্কিনিয়োস বললেন, ‘সময়টা কঠিন’ ২০০৩ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচে স্রেফ ৫টি হার ছিল ব্রাজিলের, এবার ৮ ম্যাচেই হেরে তারা গেছে ৪টিতে।
    0 Commenti 0 condivisioni 104 Views 0 Anteprima
  • রেয়ালে ব্যালন দ’র জিতবেন এমবাপে, বিশ্বাস রোনালদোর
    রেয়াল মাদ্রিদকে ‘সর্বকালের সেরা ক্লাব’ উল্লেখ করে পর্তুগিজ মহাতারকা আশা প্রকাশ করেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে সফল হবেন এমবাপে।
    রেয়ালে ব্যালন দ’র জিতবেন এমবাপে, বিশ্বাস রোনালদোর রেয়াল মাদ্রিদকে ‘সর্বকালের সেরা ক্লাব’ উল্লেখ করে পর্তুগিজ মহাতারকা আশা প্রকাশ করেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে সফল হবেন এমবাপে।
    0 Commenti 0 condivisioni 106 Views 0 Anteprima
  • টিভি সূচি (রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪)
    নেশন্স লিগে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল।
    টিভি সূচি (রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪) নেশন্স লিগে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল।
    Love
    1
    3 Commenti 0 condivisioni 112 Views 0 Anteprima
Altre storie