News Box
News Box
নিউজ বক্স পেজ (NBP) হল একটি 24-ঘন্টার সর্ব-সংবেদনশীল সংবাদ পরিষেবা যা ব্রেকিং নিউজ এবং সেইসাথে রাজনৈতিক এবং ব্যবসায়িক খবর প্রদানের জন্য নিবেদিত। মোট দর্শক এবং প্রাপ্তবয়স্ক 15-54 উভয়ের মধ্যে একটি শীর্ষ তারের নেটওয়ার্ক, NBP প্রায় দুই দশক ধরে দেশের সর্বাধিক দেখা সংবাদ পেজ এবং পাবলিক পলিসি পোলিং অনুসারে দেশের সবচেয়ে বিশ্বস্ত নিউজ বক্স পেজ I
  • 4 людям нравится это
  • 101 Записей
  • 94 Фото
  • 2 Видео
  • 0 предпросмотр
  • News and Politics
Недавние обновления
  • আরজি কর কাণ্ড: ‘পদত্যাগ করতে রাজি আছি’ বললেন মমতা
    ধর্মঘটী চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাকক্ষে মমতা দুই ঘণ্টারও বেশি বসে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি।
    আরজি কর কাণ্ড: ‘পদত্যাগ করতে রাজি আছি’ বললেন মমতা ধর্মঘটী চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাকক্ষে মমতা দুই ঘণ্টারও বেশি বসে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি।
    0 Комментарии 0 Поделились 78 Просмотры 0 предпросмотр
  • আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪
    মধ্যাঞ্চলীয় ডেকুন্ডি প্রদেশে চালানো এ হামলার দায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট স্বীকার করলেও কোনো প্রমাণ দাখিল করেনি।
    আফগানিস্তানের মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।

    বৃহস্পতিবার রাতে ডেকুন্ডি প্রদেশে হামলার এ ঘটনা ঘটেছে বলে ক্ষমতাসীন তালেবান মুখপাত্র শুক্রবার জানিয়েছেন।

    জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করলেও কোনো প্রমাণ দেয়নি বলে রয়টার্স জানিয়েছে।
    আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪ মধ্যাঞ্চলীয় ডেকুন্ডি প্রদেশে চালানো এ হামলার দায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট স্বীকার করলেও কোনো প্রমাণ দাখিল করেনি। আফগানিস্তানের মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ডেকুন্ডি প্রদেশে হামলার এ ঘটনা ঘটেছে বলে ক্ষমতাসীন তালেবান মুখপাত্র শুক্রবার জানিয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করলেও কোনো প্রমাণ দেয়নি বলে রয়টার্স জানিয়েছে।
    0 Комментарии 0 Поделились 79 Просмотры 0 предпросмотр
  • কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্ক নয়: ট্রাম্প
    বেশ কয়েকটি জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে হ্যারিসের জয় হয়েছে বলে মত ভোটারদের।
    যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ৫ নভেম্বরের ভোটের আগে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর নির্বাচনী বিতর্কে অংশ নেবেন না।

    যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জনমত জরিপে এগিয়ে থাকা এই দুই প্রার্থী মঙ্গলবার প্রথম নির্বাচনী বিতর্কে মুখোমুখি হয়েছিলেন। তারপর বেশ কয়েকটি জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ওই বিতর্কে হ্যারিসের জয় হয়েছে বলে মত ভোটারদের।

    এ পরিস্থিতিতে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ করা এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “তৃতীয় কোনো বিতর্ক হবে না!”
    কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্ক নয়: ট্রাম্প বেশ কয়েকটি জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে হ্যারিসের জয় হয়েছে বলে মত ভোটারদের। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ৫ নভেম্বরের ভোটের আগে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর নির্বাচনী বিতর্কে অংশ নেবেন না। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জনমত জরিপে এগিয়ে থাকা এই দুই প্রার্থী মঙ্গলবার প্রথম নির্বাচনী বিতর্কে মুখোমুখি হয়েছিলেন। তারপর বেশ কয়েকটি জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ওই বিতর্কে হ্যারিসের জয় হয়েছে বলে মত ভোটারদের। এ পরিস্থিতিতে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ করা এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “তৃতীয় কোনো বিতর্ক হবে না!”
    0 Комментарии 0 Поделились 61 Просмотры 0 предпросмотр
  • মাঝ নদীতে আটকা যাত্রীবাহী লঞ্চ, যাত্রীদের উদ্ধার
    রাত ৯টার দিকে আরেকটি লঞ্চ আটকেপড়া যাত্রীদের উদ্ধার করে বরিশাল নৌ-বন্দরে নিয়ে আসে বলে জানায় বিআইডব্লিউটিএ।
    মাঝ নদীতে আটকা যাত্রীবাহী লঞ্চ, যাত্রীদের উদ্ধার রাত ৯টার দিকে আরেকটি লঞ্চ আটকেপড়া যাত্রীদের উদ্ধার করে বরিশাল নৌ-বন্দরে নিয়ে আসে বলে জানায় বিআইডব্লিউটিএ।
    0 Комментарии 0 Поделились 45 Просмотры 0 предпросмотр
  • গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহতের ঘটনায় আটক ২
    তবে ঘটনার সঙ্গে তারা জড়িত নয় বলে দাবি করেছে জেলা আওয়ামী লীগ।
    গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহতের ঘটনায় আটক ২ তবে ঘটনার সঙ্গে তারা জড়িত নয় বলে দাবি করেছে জেলা আওয়ামী লীগ।
    0 Комментарии 0 Поделились 31 Просмотры 0 предпросмотр
  • ফের খুলেছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
    ফের খুলেছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
    0 Комментарии 0 Поделились 33 Просмотры 0 предпросмотр
  • "উলান হ্রদ" মঙ্গোলিয়ান ভাষায় যার আক্ষরিক অর্থ "লাল হ্রদ", এটি একটি অত্যাশ্চর্য লবণের হ্রদ যা ইনার মঙ্গোলিয়ার আলক্সা লিগের টেঙ্গার মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত। আকর্ষণীয় লাল রঙের জন্য পরিচিত, হ্রদটি ছোট লবণের হ্রদের সংমিশ্রণে তৈরি হয়েছে। গরম গ্রীষ্মের মাসগুলিতে, উচ্চ তাপমাত্রা, উচ্চ লবণাক্ততা এবং প্রচুর সূর্যালোকের কারণে হ্রদের লাল রঙ আরও তীব্র হয়ে ওঠে, যা মরুভূমির ল্যান্ডস্কেপের পটভূমিতে একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে।
    "উলান হ্রদ" মঙ্গোলিয়ান ভাষায় যার আক্ষরিক অর্থ "লাল হ্রদ", এটি একটি অত্যাশ্চর্য লবণের হ্রদ যা ইনার মঙ্গোলিয়ার আলক্সা লিগের টেঙ্গার মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত। আকর্ষণীয় লাল রঙের জন্য পরিচিত, হ্রদটি ছোট লবণের হ্রদের সংমিশ্রণে তৈরি হয়েছে। গরম গ্রীষ্মের মাসগুলিতে, উচ্চ তাপমাত্রা, উচ্চ লবণাক্ততা এবং প্রচুর সূর্যালোকের কারণে হ্রদের লাল রঙ আরও তীব্র হয়ে ওঠে, যা মরুভূমির ল্যান্ডস্কেপের পটভূমিতে একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে।
    1 Комментарии 0 Поделились 89 Просмотры 0 предпросмотр
  • একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।
    পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।
    স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।
    আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।
    কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
    এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?
    আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
    সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।
    একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ। পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে। স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়। আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়। কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়, এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু? আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো? সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।
    0 Комментарии 0 Поделились 101 Просмотры 0 предпросмотр
  • দুর্গাপূজায় ইলিশ চায় ভারত
    “কলকাতার ব্যবসায়ীদের একটি আগ্রহপত্র মন্ত্রণালয়ে এসেছে; তবে এখনও আনুষ্ঠানিকতা শুরু হয়নি,” বলেন বাণিজ্য মন্ত্রাণালয়ের এক কর্মকর্তা।
    দুর্গাপূজা ঘিরে প্রতি বছরের মত এবারও বাংলাদেশ থেকে ইলিশ আমদানির কথা জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা।

    দেশটির ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এ ব্যাপারে চিঠি দিয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

    ওই কর্মকর্তা বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কলকাতার ব্যবসায়ীদের একটি আগ্রহপত্র মন্ত্রণালয়ে এসেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকতা শুরু হয়নি।”
    দুর্গাপূজায় ইলিশ চায় ভারত “কলকাতার ব্যবসায়ীদের একটি আগ্রহপত্র মন্ত্রণালয়ে এসেছে; তবে এখনও আনুষ্ঠানিকতা শুরু হয়নি,” বলেন বাণিজ্য মন্ত্রাণালয়ের এক কর্মকর্তা। দুর্গাপূজা ঘিরে প্রতি বছরের মত এবারও বাংলাদেশ থেকে ইলিশ আমদানির কথা জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। দেশটির ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এ ব্যাপারে চিঠি দিয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কলকাতার ব্যবসায়ীদের একটি আগ্রহপত্র মন্ত্রণালয়ে এসেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকতা শুরু হয়নি।”
    Like
    1
    0 Комментарии 0 Поделились 118 Просмотры 0 предпросмотр
  • অর্থনীতির গতি ফেরাতে বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বসছেন ইউনূস
    অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা ও ব্যবসায়ীদের আশ্বস্ত করতে দায়িত্ব নেয়ার এক মাস পরই জাতীয় পর্যায়ের সংলাপে আসছেন তিনি।
    অর্থনীতির গতি ফেরাতে বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বসছেন ইউনূস অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা ও ব্যবসায়ীদের আশ্বস্ত করতে দায়িত্ব নেয়ার এক মাস পরই জাতীয় পর্যায়ের সংলাপে আসছেন তিনি।
    0 Комментарии 0 Поделились 125 Просмотры 0 предпросмотр
Больше