Zayan Tech
Zayan Tech
Earn Solpal Token !
Learn about outer space, leading scientific exploration, new technology, earth science basics, & more with science videos & news from Science Page.
  • 9 χρήστες τους αρέσει
  • 59 Δημοσιεύσεις
  • 50 τις φωτογραφίες μου
  • 7 Videos
  • 0 Προεπισκόπηση
  • Science and Technology
Πρόσφατες ενημερώσεις
  • এই প্রথম মহাকাশে গেল কাঠের প্যানেলওয়ালা স্যাটেলাইট
    পৃথিবীর উপগ্রহ চাঁদ বা মঙ্গল গ্রহে কখনও যদি গাছ লাগানো সম্ভব হয় তবে ভবিষ্যতে মহাকাশে বসতি নির্মাণের জন্যও করা যেতে পারে কাঠের ব্যবহার।
    এই প্রথম মহাকাশে গেল কাঠের প্যানেলওয়ালা স্যাটেলাইট পৃথিবীর উপগ্রহ চাঁদ বা মঙ্গল গ্রহে কখনও যদি গাছ লাগানো সম্ভব হয় তবে ভবিষ্যতে মহাকাশে বসতি নির্মাণের জন্যও করা যেতে পারে কাঠের ব্যবহার।
    0 Σχόλια 0 Μοιράστηκε 158 Views 0 Προεπισκόπηση
  • ব্যবহৃত ইভি’র বিক্রি পৌঁছেছে রেকর্ড উচ্চতায়
    সার্বিকভাবে ব্যবহার করা গাড়ির বাজার বেড়েছে ৪.৩ শতাংশ এবং মোট ব্যবহৃত গাড়ি বিক্রি হয়েছে ১৯ লাখ ৭০ হাজার।
    ব্যবহৃত ইভি’র বিক্রি পৌঁছেছে রেকর্ড উচ্চতায় সার্বিকভাবে ব্যবহার করা গাড়ির বাজার বেড়েছে ৪.৩ শতাংশ এবং মোট ব্যবহৃত গাড়ি বিক্রি হয়েছে ১৯ লাখ ৭০ হাজার।
    0 Σχόλια 0 Μοιράστηκε 167 Views 0 Προεπισκόπηση
  • শক্তিশালী সৌরচ্ছটা ছড়াচ্ছে সূর্য: নাসা
    উত্তর ও দক্ষিণ দিকে আলো নিয়ে আসলেও এই চ্ছটা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, বৈদ্যুতিক গ্রিড ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য সমস্যা তৈরি করতে পারে।
    শক্তিশালী সৌরচ্ছটা ছড়াচ্ছে সূর্য: নাসা উত্তর ও দক্ষিণ দিকে আলো নিয়ে আসলেও এই চ্ছটা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, বৈদ্যুতিক গ্রিড ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য সমস্যা তৈরি করতে পারে।
    0 Σχόλια 0 Μοιράστηκε 117 Views 0 Προεπισκόπηση
  • নতুন আমেরিকায় ‘মিডিয়া সম্রাট’ এখন ইলন মাস্ক
    “তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডানহাত হয়ে উঠবেন। প্রেসিডেন্টের আস্থাভাজন হওয়ায় আপাতত তার সক্ষমতাও বেড়ে যাবে।”

    নতুন আমেরিকায় ‘মিডিয়া সম্রাট’ এখন ইলন মাস্ক “তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডানহাত হয়ে উঠবেন। প্রেসিডেন্টের আস্থাভাজন হওয়ায় আপাতত তার সক্ষমতাও বেড়ে যাবে।”
    0 Σχόλια 0 Μοιράστηκε 154 Views 0 Προεπισκόπηση
  • বিশাল ছায়াপথ থেকে আসছে তীব্র রেডিও সংকেত
    ‘ম্যাগনেটার’ নামে পরিচিত এক শ্রেণির মৃত তারা থেকে এসেছে এসব রেডিও-ফ্রিকোয়েন্সি, যেগুলোতে রয়েছে উচ্চ মাত্রার চৌম্বক ক্ষেত্র।
    বিশাল ছায়াপথ থেকে আসছে তীব্র রেডিও সংকেত ‘ম্যাগনেটার’ নামে পরিচিত এক শ্রেণির মৃত তারা থেকে এসেছে এসব রেডিও-ফ্রিকোয়েন্সি, যেগুলোতে রয়েছে উচ্চ মাত্রার চৌম্বক ক্ষেত্র।
    0 Σχόλια 0 Μοιράστηκε 107 Views 0 Προεπισκόπηση
  • স্পটিফাই, অ্যাপল মিউজিক থেকে গান পোস্ট করা যাবে টিকটকে
    ‘শেয়ার টু টিকটক’ হল নতুন এ ফিচার যা অ্যাপল মিউজিক ও স্পটিফাই ব্যবহারকারীদের ভিডিও প্ল্যাটফর্মে সংগীত শেয়ার করার সুযোগ দেবে।
    স্পটিফাই, অ্যাপল মিউজিক থেকে গান পোস্ট করা যাবে টিকটকে ‘শেয়ার টু টিকটক’ হল নতুন এ ফিচার যা অ্যাপল মিউজিক ও স্পটিফাই ব্যবহারকারীদের ভিডিও প্ল্যাটফর্মে সংগীত শেয়ার করার সুযোগ দেবে।
    0 Σχόλια 0 Μοιράστηκε 152 Views 0 Προεπισκόπηση
  • কলম্বাস স্পেনীয় ইহুদি? মিলল শতাব্দী প্রাচীন রহস্যের সমাধান
    সম্প্রতি কলম্বাসের ডিএনএ-এর সঙ্গে তার পরিচিত আত্মীয় ও বংশধরদের তুলনা করেছে গবেষণা দলটি।
    ক্রিস্টোফার কলম্বাস স্পেনীয় ও ইহুদি ছিলেন কিনা – এ নিয়ে বিতর্ক বহুদিনের। সম্প্রতি কলম্বাসের জাতীয়তা নিয়ে এই শতাব্দী প্রাচীন রহস্য উন্মোচন হয়েছে বলে দাবি গবেষকদের।

    এ রহস্যের সমাধান মিলেছে অভিযাত্রী বা নাবিক কলম্বাসের প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করে, যেটি পরে স্পেনের এক রাষ্ট্রীয় টিভিতে ডকুমেন্টারি আকারে প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

    ১৫ শতকের অভিযাত্রী কলম্বাস ছিলেন ইহুদি এবং তিনি স্পেন থেকে এসেছিলেন বলে উঠে এসেছে ‘কলম্বাস ডিএনএ: হিজ ট্রু অরিজিন’ নামের টিভি ডকুমেন্টারিতে।
    স্পেনের জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ও নতুন বিশ্বে কলম্বাসের আগমনকে স্মরণ করার জন্য শনিবার এ ডকুমেন্টারিটি প্রচারিত হয় দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল ‘আরটিভিই’তে।

    ১৪৯২ সালের ১২ অক্টোবর কলম্বাস প্রথম ইউরোপীয় হিসাবে আমেরিকার ভূখণ্ডে পা রাখেন, যে ভূমি তিনি আবিষ্কার করেছিলেন এশিয়া মহাদেশে পৌছানোর অভিযানে।

    ফরেনসিক বিশেষজ্ঞ মিগুয়েল লরেন্তের নেতৃত্বে করা এ গবেষণায় ‘সেভিল ক্যাথিড্রাল’-এ সমাহিত কলম্বাসের দেহাবশেষের ক্ষুদ্র নমুনা পরীক্ষা করেছেন গবেষকরা, যা দীর্ঘদিন ধরে চিহ্নিত ছিল কলম্বাসের শেষ বিশ্রামের স্থান হিসাবে এবং এমন দাবি ছিল প্রতিপক্ষেরও।
    গবেষণা দলটি সম্প্রতি এই ডিএনএ-এর সঙ্গে কলম্বাসের পরিচিত আত্মীয় ও বংশধরদের তুলনা করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান।

    কলম্বাসের উৎপত্তি বা জাতীয়তা ও তার চূড়ান্ত বিশ্রামের স্থান নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক করে আসছে বিশ্বের বিভিন্ন দেশ। ১৪৯০-এর দশক থেকে স্পেনীয়-অর্থায়নে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন তিনি, যা আমেরিকায় ইউরোপের নতুন কলোনি পত্তনের পথ উন্মুক্ত করেছে।

    অনেকের দাবি, উত্তর-পশ্চিম ইতালির জেনোয়া থেকে এসেছিলেন কলম্বাস। তবে প্রচলিত এমন তত্ত্ব নিয়ে অনেক ঐতিহাসিকই প্রশ্ন তুলেছেন। কলম্বাসকে নিয়ে অন্যান্য তত্ত্বের মধ্যে আছে, তিনি ছিলেন একজন স্পেনীয় ইহুদি, গ্রীক, বাস্ক বা পর্তুগিজ।
    কলম্বাস স্পেনীয় ইহুদি? মিলল শতাব্দী প্রাচীন রহস্যের সমাধান সম্প্রতি কলম্বাসের ডিএনএ-এর সঙ্গে তার পরিচিত আত্মীয় ও বংশধরদের তুলনা করেছে গবেষণা দলটি। ক্রিস্টোফার কলম্বাস স্পেনীয় ও ইহুদি ছিলেন কিনা – এ নিয়ে বিতর্ক বহুদিনের। সম্প্রতি কলম্বাসের জাতীয়তা নিয়ে এই শতাব্দী প্রাচীন রহস্য উন্মোচন হয়েছে বলে দাবি গবেষকদের। এ রহস্যের সমাধান মিলেছে অভিযাত্রী বা নাবিক কলম্বাসের প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করে, যেটি পরে স্পেনের এক রাষ্ট্রীয় টিভিতে ডকুমেন্টারি আকারে প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। ১৫ শতকের অভিযাত্রী কলম্বাস ছিলেন ইহুদি এবং তিনি স্পেন থেকে এসেছিলেন বলে উঠে এসেছে ‘কলম্বাস ডিএনএ: হিজ ট্রু অরিজিন’ নামের টিভি ডকুমেন্টারিতে। স্পেনের জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ও নতুন বিশ্বে কলম্বাসের আগমনকে স্মরণ করার জন্য শনিবার এ ডকুমেন্টারিটি প্রচারিত হয় দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল ‘আরটিভিই’তে। ১৪৯২ সালের ১২ অক্টোবর কলম্বাস প্রথম ইউরোপীয় হিসাবে আমেরিকার ভূখণ্ডে পা রাখেন, যে ভূমি তিনি আবিষ্কার করেছিলেন এশিয়া মহাদেশে পৌছানোর অভিযানে। ফরেনসিক বিশেষজ্ঞ মিগুয়েল লরেন্তের নেতৃত্বে করা এ গবেষণায় ‘সেভিল ক্যাথিড্রাল’-এ সমাহিত কলম্বাসের দেহাবশেষের ক্ষুদ্র নমুনা পরীক্ষা করেছেন গবেষকরা, যা দীর্ঘদিন ধরে চিহ্নিত ছিল কলম্বাসের শেষ বিশ্রামের স্থান হিসাবে এবং এমন দাবি ছিল প্রতিপক্ষেরও। গবেষণা দলটি সম্প্রতি এই ডিএনএ-এর সঙ্গে কলম্বাসের পরিচিত আত্মীয় ও বংশধরদের তুলনা করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান। কলম্বাসের উৎপত্তি বা জাতীয়তা ও তার চূড়ান্ত বিশ্রামের স্থান নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক করে আসছে বিশ্বের বিভিন্ন দেশ। ১৪৯০-এর দশক থেকে স্পেনীয়-অর্থায়নে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন তিনি, যা আমেরিকায় ইউরোপের নতুন কলোনি পত্তনের পথ উন্মুক্ত করেছে। অনেকের দাবি, উত্তর-পশ্চিম ইতালির জেনোয়া থেকে এসেছিলেন কলম্বাস। তবে প্রচলিত এমন তত্ত্ব নিয়ে অনেক ঐতিহাসিকই প্রশ্ন তুলেছেন। কলম্বাসকে নিয়ে অন্যান্য তত্ত্বের মধ্যে আছে, তিনি ছিলেন একজন স্পেনীয় ইহুদি, গ্রীক, বাস্ক বা পর্তুগিজ।
    1 Σχόλια 0 Μοιράστηκε 307 Views 0 Προεπισκόπηση
  • পেইন্টিং নিলামে তুলে ইতিহাস গড়ছে রোবট শিল্পী ‘এআই-ডা’
    ‘এআই গড’ শিরোনামের এ বিশাল পোট্রেইটের উচ্চতা সাড়ে সাত ফুট, যা তৈরি হয়েছে বিভিন্ন এআই অ্যালগরিদম দিয়ে।
    পেইন্টিং নিলামে তুলে ইতিহাস গড়ছে রোবট শিল্পী ‘এআই-ডা’ ‘এআই গড’ শিরোনামের এ বিশাল পোট্রেইটের উচ্চতা সাড়ে সাত ফুট, যা তৈরি হয়েছে বিভিন্ন এআই অ্যালগরিদম দিয়ে।
    0 Σχόλια 0 Μοιράστηκε 297 Views 0 Προεπισκόπηση
  • শুরু হচ্ছে বৃহস্পতির চাঁদে নাসা’র প্রাণ খোঁজার মিশন
    পৃথিবী থেকে ৬২ কোটি ৮০ লাখ কিলোমিটার দূরে অবস্থিত ইউরোপা আকারে আমাদের চাঁদের চেয়ে কিছুটা বড়। তবে, এদের মিল বলতে এতটুকুই।
    শুরু হচ্ছে বৃহস্পতির চাঁদে নাসা’র প্রাণ খোঁজার মিশন পৃথিবী থেকে ৬২ কোটি ৮০ লাখ কিলোমিটার দূরে অবস্থিত ইউরোপা আকারে আমাদের চাঁদের চেয়ে কিছুটা বড়। তবে, এদের মিল বলতে এতটুকুই।
    0 Σχόλια 0 Μοιράστηκε 299 Views 0 Προεπισκόπηση
  • সিনেমা থেকে রোবটের নকশা চুরির অভিযোগ মাস্কের বিরুদ্ধে
    তবে, কোনো প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে সায়েন্স ফিকশন সিনেমা বা উপন্যাস থেকে আইডিয়া চুরির অভিযোগ এবারই প্রথম এল, বিষয়টি এমন নয়।
    সিনেমা থেকে রোবটের নকশা চুরির অভিযোগ মাস্কের বিরুদ্ধে তবে, কোনো প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে সায়েন্স ফিকশন সিনেমা বা উপন্যাস থেকে আইডিয়া চুরির অভিযোগ এবারই প্রথম এল, বিষয়টি এমন নয়।
    0 Σχόλια 0 Μοιράστηκε 291 Views 0 Προεπισκόπηση
και άλλες ιστορίες