কবে মাঠের খেলায় ফিরবেন মেসি

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া এবারের কোপা আমেরিকা ফাইনালে গেল মাসের ১৪ তারিখে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় ও সর্বোচ্চ ১৬ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতে আলবিসেলেস্তেরা। তবে সেই ম্যাচে ডান পায়ে গুরুত্বর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
#solpal #sportnews #messi #football
কবে মাঠের খেলায় ফিরবেন মেসি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া এবারের কোপা আমেরিকা ফাইনালে গেল মাসের ১৪ তারিখে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় ও সর্বোচ্চ ১৬ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতে আলবিসেলেস্তেরা। তবে সেই ম্যাচে ডান পায়ে গুরুত্বর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। #solpal #sportnews #messi #football
0 Σχόλια 0 Μοιράστηκε 1214 Views 0 Προεπισκόπηση