পুলিশ কি পারবে মানুষের মনে তৈরি হওয়া ক্ষোভ দূর করে আস্থা ফেরাতে?
অগ্নিদগ্ধ ভবনটিকে দেখা বোঝা মুশকিল এটি একটি থানা। আগুনে পুড়ে দেয়ালগুলো কালো হয়ে গেছে। ভেতরের কক্ষগুলোতে শুধুই ধ্বংসস্তূপ। থানার সামনে স্তূপ করে রাখা আছে পুলিশের কিছু পোশাক, কয়েক জোড়া বুট, কিছু বুলেট প্রুফ জ্যাকেট এবং আরো সরঞ্জাম।

সব কিছুই অর্ধেকের মতো পোড়া, ব্যবহারের উপযুক্ত নয়।
#solpal #solpalnews #newsbox #news
পুলিশ কি পারবে মানুষের মনে তৈরি হওয়া ক্ষোভ দূর করে আস্থা ফেরাতে? অগ্নিদগ্ধ ভবনটিকে দেখা বোঝা মুশকিল এটি একটি থানা। আগুনে পুড়ে দেয়ালগুলো কালো হয়ে গেছে। ভেতরের কক্ষগুলোতে শুধুই ধ্বংসস্তূপ। থানার সামনে স্তূপ করে রাখা আছে পুলিশের কিছু পোশাক, কয়েক জোড়া বুট, কিছু বুলেট প্রুফ জ্যাকেট এবং আরো সরঞ্জাম। সব কিছুই অর্ধেকের মতো পোড়া, ব্যবহারের উপযুক্ত নয়। #solpal #solpalnews #newsbox #news
0 Comentários 0 Compartilhamentos 253 Visualizações 0 Anterior