আজকে রাস্তায় দেখা কিছু জিনিস শেয়ার করি:
১) একজন স্কুলের ছাত্র আইডি কার্ড গলায় রাস্তায় ওপেন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর একটু পর পর রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে।
লোকাশন: দৈনিক ইত্তেফাকের মোর।
২)এক লোক লেন পরিবর্তন করার ফলে কথার এক পর্যায়ে একজন ছাত্রের কথা- আপনি ত্যারামি চো*দা*ই*তা*ছে*ন কেন? সিটি কর্পোরেশন আদর্শ হাই স্কুলের একজন শিক্ষার্থীর কথা।
লোকশন- রাজধানী সুপার মার্কেট।
৩) একজন দেয়াল পরিস্কার করতাছে ১০ জন ছবি তুলতাছে। ক্যান্ডিড ছবি।
অতিরিক্ত কিছু কোন সময়ই ভালো কিছু বয়ে আনে না।এতে সাধারণ জনগণ আরও ক্ষিপ্ত হয়ে যাবে।
আমাদের বর্তমান সাধারণ শিক্ষার্থীদের যে ভ্যালুটা আছে সেটা আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি।সুন্দরভাবে কথা বলে,সুন্দর ব্যবহার দিয়ে।কেউ ভুল করলেই তাঁকে ধমক দিয়ে কথা না বলে।
আর এখন ম্যাক্সিমামই স্কুলের শিক্ষার্থী।কলেজের শিক্ষার্থীও অনেকটা কম।
এক লোক এমনও বলতাছে, চুলের যেই কাট গলায় নাই আইডি কার্ড এইডা আবার কেমন ছাত্র?
আমার মনে হয় স্কুলের শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়া দরকার।হয়তো ওরা না বুঝে অনেক ভুলই করতাছে। যার জন্য আবার অনেকে অনেক কথা বলার সুযোগ পাচ্ছে।
শাহাদাত আলম

-রাবি শিক্ষার্থী।

#solpal #Bangladesh #NDC #solpalvideo #GenZ
আজকে রাস্তায় দেখা কিছু জিনিস শেয়ার করি: ১) একজন স্কুলের ছাত্র আইডি কার্ড গলায় রাস্তায় ওপেন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর একটু পর পর রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে। লোকাশন: দৈনিক ইত্তেফাকের মোর। ২)এক লোক লেন পরিবর্তন করার ফলে কথার এক পর্যায়ে একজন ছাত্রের কথা- আপনি ত্যারামি চো*দা*ই*তা*ছে*ন কেন? সিটি কর্পোরেশন আদর্শ হাই স্কুলের একজন শিক্ষার্থীর কথা। লোকশন- রাজধানী সুপার মার্কেট। ৩) একজন দেয়াল পরিস্কার করতাছে ১০ জন ছবি তুলতাছে। ক্যান্ডিড ছবি।🥲 অতিরিক্ত কিছু কোন সময়ই ভালো কিছু বয়ে আনে না।এতে সাধারণ জনগণ আরও ক্ষিপ্ত হয়ে যাবে। আমাদের বর্তমান সাধারণ শিক্ষার্থীদের যে ভ্যালুটা আছে সেটা আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি।সুন্দরভাবে কথা বলে,সুন্দর ব্যবহার দিয়ে।কেউ ভুল করলেই তাঁকে ধমক দিয়ে কথা না বলে। আর এখন ম্যাক্সিমামই স্কুলের শিক্ষার্থী।কলেজের শিক্ষার্থীও অনেকটা কম। এক লোক এমনও বলতাছে, চুলের যেই কাট গলায় নাই আইডি কার্ড এইডা আবার কেমন ছাত্র? আমার মনে হয় স্কুলের শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়া দরকার।হয়তো ওরা না বুঝে অনেক ভুলই করতাছে। যার জন্য আবার অনেকে অনেক কথা বলার সুযোগ পাচ্ছে। শাহাদাত আলম -রাবি শিক্ষার্থী। #solpal #Bangladesh #NDC #solpalvideo #GenZ
0 Commenti 0 condivisioni 37 Views 0 Anteprima