আক্ষেপ নিয়েই শেষ মার্তার, ব্রাজিলকে হারিয়ে সোনা জিতল যুক্তরাষ্ট্র
এবারও অলিম্পিকসের সোনা জিততে পারল না ব্রাজিল, কিংবদন্তি মার্তার শেষ বড় আসরটিও শেষ হলো হতাশায়
মাঠে বল গড়ানোর পরপরই আরেকটি খেলা শুরু হলো গ্যালারিতে। সেটি কণ্ঠের জোর দেখানোর খেলা। পিএসজির মাঠে দর্শক ছিল প্রায় গ্যালারি ভরা। ‘ব্রাজিল… ব্রাজিল’ চিৎকারে চারপাশ প্রকম্পিত করে তুললেন ব্রাজিলিয়ান সমর্থকেরা, পরমুহূর্তেই গগণবিদারী আওয়াজে তাদেরকে ছাপিয়ে গেল ‘ইউএসএ…ইউএসএ’ গর্জন। ম্যাচজুড়েই দর্শকদের এই লড়াই চলল। মাঠের ফুটবলেও লড়াই হলো ভালোই। শেষ পর্যন্ত এই দুই দলকে আলাদা করল একটি গোল।
#solpal #solpalnews #sport #sportzone
আক্ষেপ নিয়েই শেষ মার্তার, ব্রাজিলকে হারিয়ে সোনা জিতল যুক্তরাষ্ট্র এবারও অলিম্পিকসের সোনা জিততে পারল না ব্রাজিল, কিংবদন্তি মার্তার শেষ বড় আসরটিও শেষ হলো হতাশায় মাঠে বল গড়ানোর পরপরই আরেকটি খেলা শুরু হলো গ্যালারিতে। সেটি কণ্ঠের জোর দেখানোর খেলা। পিএসজির মাঠে দর্শক ছিল প্রায় গ্যালারি ভরা। ‘ব্রাজিল… ব্রাজিল’ চিৎকারে চারপাশ প্রকম্পিত করে তুললেন ব্রাজিলিয়ান সমর্থকেরা, পরমুহূর্তেই গগণবিদারী আওয়াজে তাদেরকে ছাপিয়ে গেল ‘ইউএসএ…ইউএসএ’ গর্জন। ম্যাচজুড়েই দর্শকদের এই লড়াই চলল। মাঠের ফুটবলেও লড়াই হলো ভালোই। শেষ পর্যন্ত এই দুই দলকে আলাদা করল একটি গোল। #solpal #solpalnews #sport #sportzone
0 Commentarii 0 Distribuiri 67 Views 0 previzualizare