বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতলেন মিশেল
অলিম্পিকসে প্রথম সোনা জয়ের পথে বিশ্ব রেকর্ড গড়েছেন হাঙ্গেরির এই নারী অ্যাথলেট।
অলিম্পিকসের বড় মঞ্চে প্রথম পদক জয়ের স্বাদ পেলেন মিশেল গুইয়াশ। মডার্ন পেন্টাথলনে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন হাঙ্গেরির এই নারী অ্যাথলেট।

শুটিং (পিস্তল), ফেন্সিং, ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার, জাম্পিং এবং ৩.২ কিলোমিটার দৌড়- এই পাঁচ ইভেন্ট মিলিয়ে ১৪৬১ স্কোর করে সেরা হয়েছেন মিশেল। ইতালির এলিস সোতেরোর ১৪৪৩ পয়েন্টের বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন হাঙ্গেরির এই অ্যাথলেট।

১৪৫২ স্কোর করে রুপা পেয়েছেন স্বাগতিক ফ্রান্সের এলোডি ক্লুভেল ও কোরিয়ার সিউংমিন সেয়ং ১৪৪১ স্কোর নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ
#solpal #solpalnews #solpalsports
বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতলেন মিশেল অলিম্পিকসে প্রথম সোনা জয়ের পথে বিশ্ব রেকর্ড গড়েছেন হাঙ্গেরির এই নারী অ্যাথলেট। অলিম্পিকসের বড় মঞ্চে প্রথম পদক জয়ের স্বাদ পেলেন মিশেল গুইয়াশ। মডার্ন পেন্টাথলনে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন হাঙ্গেরির এই নারী অ্যাথলেট। শুটিং (পিস্তল), ফেন্সিং, ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার, জাম্পিং এবং ৩.২ কিলোমিটার দৌড়- এই পাঁচ ইভেন্ট মিলিয়ে ১৪৬১ স্কোর করে সেরা হয়েছেন মিশেল। ইতালির এলিস সোতেরোর ১৪৪৩ পয়েন্টের বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন হাঙ্গেরির এই অ্যাথলেট। ১৪৫২ স্কোর করে রুপা পেয়েছেন স্বাগতিক ফ্রান্সের এলোডি ক্লুভেল ও কোরিয়ার সিউংমিন সেয়ং ১৪৪১ স্কোর নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ #solpal #solpalnews #solpalsports
0 Comments 0 Shares 267 Views 0 Reviews