ফ্যাসিজম চাইনি তাই বলে নিজের বাবার বয়সী কিছু মানুষকে এরকম অপমান করাকে জাস্টিফাই করতে পারি না।
ধানমন্ডি ৩২ এ কিছু মুক্তিযোদ্ধা শোক পালন করতে এলে তাদের কে লাঞ্চিত করা হয়। বয়সে তারা অনেকেই বয়োজ্যেষ্ঠ ছিলেন। একজনকে উদাম গায়ে শুধুমাত্র আন্ডারওয়ার পরা অবস্থায় দাড় করিয়ে ভিডিও করিয়েছেন, অনেককে কান ধরিয়ে উঠবস করিয়েছেন।
না, শোক পালনকে আমি মোটেও সাপোর্ট করছিনা, কিংবা উৎসব পালন করতে মানা করছিনা।এই কাজটি কি আসলেই কাম্য ছিলো?
এই কাজ যারা করেছেন, ব্যাপারটা খুবই দৃষ্টিকটু দাঁড়িয়েছে। সেই ভিডিও গুলো দেখে আমার মনে একটাই প্রশ্ন জেগেছে, একেই কি বলে স্বাধীনতা?
প্রমান কমেন্টবক্সে প্রদত্ত।

#solpal #Bangladesh #NDC #solpalvideo #GenZ
ফ্যাসিজম চাইনি তাই বলে নিজের বাবার বয়সী কিছু মানুষকে এরকম অপমান করাকে জাস্টিফাই করতে পারি না। ধানমন্ডি ৩২ এ কিছু মুক্তিযোদ্ধা শোক পালন করতে এলে তাদের কে লাঞ্চিত করা হয়। বয়সে তারা অনেকেই বয়োজ্যেষ্ঠ ছিলেন। একজনকে উদাম গায়ে শুধুমাত্র আন্ডারওয়ার পরা অবস্থায় দাড় করিয়ে ভিডিও করিয়েছেন, অনেককে কান ধরিয়ে উঠবস করিয়েছেন। না, শোক পালনকে আমি মোটেও সাপোর্ট করছিনা, কিংবা উৎসব পালন করতে মানা করছিনা।এই কাজটি কি আসলেই কাম্য ছিলো? এই কাজ যারা করেছেন, ব্যাপারটা খুবই দৃষ্টিকটু দাঁড়িয়েছে। সেই ভিডিও গুলো দেখে আমার মনে একটাই প্রশ্ন জেগেছে, একেই কি বলে স্বাধীনতা? প্রমান কমেন্টবক্সে প্রদত্ত। #solpal #Bangladesh #NDC #solpalvideo #GenZ
0 Commentarios 0 Acciones 169 Views 0 Vista previa