ছবির ক্যাপশন নিচেই দেখাবে গুগল মেসেজ
যেকোনো প্লাটফর্মেই ক্যাপশন সাধারণত ছবির নিচে লেখা হয়, তাই বিশ্লেষকদের মতে ছবির ওপরে ক্যাপশন লেখাটা বেমানান ও সঠিক নয়। নাইটটুফাইভগুগল জানিয়েছে, এখন থেকে গুগল মেসেজের ক্যাপশনগুলো ওপরের পরিবর্তে ছবির নিচে প্রদর্শিত হবে।

কথায় আছে, একটি ছবি হাজারো শব্দের সমান। অনেক শব্দের সমন্বয়ে যে ভাব প্রকাশ করা যায়, তা একটি ছবির মাধ্যমেই সম্ভব। তবে দর্শকের সুবিধার্থে ছবির পটভূমি, স্থান, সময় কিংবা ছবির অর্থ ব্যাখ্যা করতে ক্যাপশনের প্রয়োজন হয়। আগে যখন গুগল মেসেজে ক্যাপশনসহ (টেক্সট) কোনো ছবি পাঠানো হতো, তখন টেক্সটি ছবির ওপরে দেখা যেত। টেক জায়ান্ট গুগল তাদের মেসেজিং পরিষেবাটিতে ক্যাপশনের অংশটিতে পরিবর্তন এনেছে। পরিবর্তনটির ফলে ক্যাপশনকে আরো স্বাভাবিক দেখাবে।
এছাড়া ইমেজ ক্যাপশনটি কীভাবে কাজ করবে তা নিয়েও কাজ করছে গুগল। আগে গুগল মেসেজ ক্যাপশনসহ (টেক্সট) একটি ছবি পাঠালে ক্যাপশনটি পৃথক মেসেজ হিসেবে যেত। নতুন আপডেটের সঙ্গে ক্যাপশনটি এখন ছবির সঙ্গে একই বার্তার মধ্যে দেখাবে। শুধু আপডেটেড ভার্সনেই পাঠানো বা প্রাপ্ত ছবিতে নতুন ডিজাইনে ক্যাপশনকে দেখা যাবে। ক্যাপশনসহ পুরনো ছবিগুলো আগের মতোই প্রদর্শিত হবে। যদিও ক্যাপশনগুলো ছবির নিচে দেখানোর জন্য নতুন আপডেটটি খুবই সামান্য কাজ মনে হতে পারে।

তবে গুগল বলছে, ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে এটি। নতুন ডিজাইনটি বর্তমানে শুধু উন্নত মেসেজিং প্রোটোকল আরসিএসের (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) মাধ্যমে পাঠানো ক্যাপশনসহ ছবির জন্য প্রযোজ্য। এসএমএস (সংক্ষিপ্ত বার্তা পরিষেবা) কথোপকথনে নতুন আপডেটটি কবে আসবে নিশ্চিত করেনি গুগল।
#solpal #zayantech #tech #google #news
ছবির ক্যাপশন নিচেই দেখাবে গুগল মেসেজ যেকোনো প্লাটফর্মেই ক্যাপশন সাধারণত ছবির নিচে লেখা হয়, তাই বিশ্লেষকদের মতে ছবির ওপরে ক্যাপশন লেখাটা বেমানান ও সঠিক নয়। নাইটটুফাইভগুগল জানিয়েছে, এখন থেকে গুগল মেসেজের ক্যাপশনগুলো ওপরের পরিবর্তে ছবির নিচে প্রদর্শিত হবে। কথায় আছে, একটি ছবি হাজারো শব্দের সমান। অনেক শব্দের সমন্বয়ে যে ভাব প্রকাশ করা যায়, তা একটি ছবির মাধ্যমেই সম্ভব। তবে দর্শকের সুবিধার্থে ছবির পটভূমি, স্থান, সময় কিংবা ছবির অর্থ ব্যাখ্যা করতে ক্যাপশনের প্রয়োজন হয়। আগে যখন গুগল মেসেজে ক্যাপশনসহ (টেক্সট) কোনো ছবি পাঠানো হতো, তখন টেক্সটি ছবির ওপরে দেখা যেত। টেক জায়ান্ট গুগল তাদের মেসেজিং পরিষেবাটিতে ক্যাপশনের অংশটিতে পরিবর্তন এনেছে। পরিবর্তনটির ফলে ক্যাপশনকে আরো স্বাভাবিক দেখাবে। এছাড়া ইমেজ ক্যাপশনটি কীভাবে কাজ করবে তা নিয়েও কাজ করছে গুগল। আগে গুগল মেসেজ ক্যাপশনসহ (টেক্সট) একটি ছবি পাঠালে ক্যাপশনটি পৃথক মেসেজ হিসেবে যেত। নতুন আপডেটের সঙ্গে ক্যাপশনটি এখন ছবির সঙ্গে একই বার্তার মধ্যে দেখাবে। শুধু আপডেটেড ভার্সনেই পাঠানো বা প্রাপ্ত ছবিতে নতুন ডিজাইনে ক্যাপশনকে দেখা যাবে। ক্যাপশনসহ পুরনো ছবিগুলো আগের মতোই প্রদর্শিত হবে। যদিও ক্যাপশনগুলো ছবির নিচে দেখানোর জন্য নতুন আপডেটটি খুবই সামান্য কাজ মনে হতে পারে। তবে গুগল বলছে, ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে এটি। নতুন ডিজাইনটি বর্তমানে শুধু উন্নত মেসেজিং প্রোটোকল আরসিএসের (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) মাধ্যমে পাঠানো ক্যাপশনসহ ছবির জন্য প্রযোজ্য। এসএমএস (সংক্ষিপ্ত বার্তা পরিষেবা) কথোপকথনে নতুন আপডেটটি কবে আসবে নিশ্চিত করেনি গুগল। #solpal #zayantech #tech #google #news
0 Σχόλια 0 Μοιράστηκε 161 Views 0 Προεπισκόπηση