স্বপ্নের ক্লাবে স্বপ্নময় শুরুর পর আপ্লুত এমবাপে
রেয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচেই ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান ট্রফি জয়ের স্বাদ পেলেন কিলিয়ান এমবাপে, অভিষেকে গোল করে রাঙিয়ে রাখলেন উপলক্ষ।
রেয়াল মাদ্রিদে খেলার যে তীব্র তাড়না, সেটির স্বাদ ও পুরস্কার যেন প্রথম ম্যাচেই পেয়ে গেলেন কিলিয়ান এমবাপে। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রায় ৯ বছরের ক্যারিয়ারে ফরাসি লিগ জিতেছেন তিনি সাতবার। পিএসজির হয়ে জিতেছেন আরও গোটা দশেক ট্রফি। কিন্তু কোনো ইউরোপিয়ান শিরোপার ছোঁয়া পাননি। সেই অপূর্ণতা ঘুচে গেল রেয়ালের জার্সিতে প্রথম ম্যাচেই!

সেই উপলক্ষ নিজেও রাঙালেন তিনি গোল করে। সব মিলিয়ে স্বপ্নের ক্লাবে তার শুরুটা যেন এর চেয়ে ভালো হতে পারত না। নতুন পথচলার শুরুতে এমন সাফল্যে এমবাপে দারুণ উচ্ছ্বসিত।

ইতালিয়ান ক্লাব আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করেছে রেয়াল মাদ্রিদ। পোল্যান্ডের ওয়ারশতে বুধবার স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে নেন ফেদে ভালভের্দে। পরে গোল করেন এমবাপে।
#sportszone #solpal #sport #cricket #play #news
স্বপ্নের ক্লাবে স্বপ্নময় শুরুর পর আপ্লুত এমবাপে রেয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচেই ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান ট্রফি জয়ের স্বাদ পেলেন কিলিয়ান এমবাপে, অভিষেকে গোল করে রাঙিয়ে রাখলেন উপলক্ষ। রেয়াল মাদ্রিদে খেলার যে তীব্র তাড়না, সেটির স্বাদ ও পুরস্কার যেন প্রথম ম্যাচেই পেয়ে গেলেন কিলিয়ান এমবাপে। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রায় ৯ বছরের ক্যারিয়ারে ফরাসি লিগ জিতেছেন তিনি সাতবার। পিএসজির হয়ে জিতেছেন আরও গোটা দশেক ট্রফি। কিন্তু কোনো ইউরোপিয়ান শিরোপার ছোঁয়া পাননি। সেই অপূর্ণতা ঘুচে গেল রেয়ালের জার্সিতে প্রথম ম্যাচেই! সেই উপলক্ষ নিজেও রাঙালেন তিনি গোল করে। সব মিলিয়ে স্বপ্নের ক্লাবে তার শুরুটা যেন এর চেয়ে ভালো হতে পারত না। নতুন পথচলার শুরুতে এমন সাফল্যে এমবাপে দারুণ উচ্ছ্বসিত। ইতালিয়ান ক্লাব আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করেছে রেয়াল মাদ্রিদ। পোল্যান্ডের ওয়ারশতে বুধবার স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে নেন ফেদে ভালভের্দে। পরে গোল করেন এমবাপে। #sportszone #solpal #sport #cricket #play #news
0 Comments 0 Shares 458 Views 0 Reviews