সালাহর গোলের রেকর্ড, জয়ে মৌসুম শুরু করল স্লটের লিভারপুল

রাফা বেনিতেজ পারেননি, রয় হজসন পারেননি, কেনি ডালগ্লিশ পারেননি, ব্রেন্ডন রজার্স পারেননি, এমনকি পারেননি ইয়ুর্গেন ক্লপও। লিভারপুলের সর্বশেষ এই পাঁচ কোচ প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে দলকে জয়ে এনে দিতে পারেননি। সেই ধারা থেকে অবশেষে লিভারপুল ‘উদ্ধার’ পেল, আজ কোচ হিসেবে প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে যে দলকে জয় এনে দিলেন
২২ বছর পর প্রিমিয়ার লিগে ওঠা ইপসউইচ টাউনকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল লিভারপুল। অল রেডদের হয়ে গোল দুটি করেছেন দিয়োগো জোতা ও মোহাম্মদ সালাহ। জোতার করা প্রথম গোলটিতেও ছিল সালাহর ছোঁয়া। তাঁর পাস থেকেই গোল করেছেন জোতা।
সালাহর গোলের রেকর্ড, জয়ে মৌসুম শুরু করল স্লটের লিভারপুল রাফা বেনিতেজ পারেননি, রয় হজসন পারেননি, কেনি ডালগ্লিশ পারেননি, ব্রেন্ডন রজার্স পারেননি, এমনকি পারেননি ইয়ুর্গেন ক্লপও। লিভারপুলের সর্বশেষ এই পাঁচ কোচ প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে দলকে জয়ে এনে দিতে পারেননি। সেই ধারা থেকে অবশেষে লিভারপুল ‘উদ্ধার’ পেল, আজ কোচ হিসেবে প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে যে দলকে জয় এনে দিলেন ২২ বছর পর প্রিমিয়ার লিগে ওঠা ইপসউইচ টাউনকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল লিভারপুল। অল রেডদের হয়ে গোল দুটি করেছেন দিয়োগো জোতা ও মোহাম্মদ সালাহ। জোতার করা প্রথম গোলটিতেও ছিল সালাহর ছোঁয়া। তাঁর পাস থেকেই গোল করেছেন জোতা।
0 Kommentare 0 Anteile 155 Ansichten 0 Vorschau