দিনের বেলাতেও ‘ছবি তুলবে’ যুক্তরাজ্যের প্রথম সামরিক স্যাটেলাইট
স্যাটেলাইটটির লক্ষ্য, বিভিন্ন সামরিক অভিযানের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশগত পর্যবেক্ষণ, তথ্যের উন্নয়ন ম্যাপিং এবং জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব ট্র্যাক করা।
সম্প্রতি মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ ঘটেছে যুক্তরাজ্যের প্রথম সামরিক স্যাটেলাইটের, যা দিনের বেলাতেও ভূপৃষ্ঠের ছবি ও ভিডিও ধারণে সক্ষম।

এ ‘যুগান্তকারী’ স্যাটেলাইটের নাম ‘টাইকে’, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘মড’-এর একটি প্রকল্পের অংশ। এর লক্ষ্য হল, বিভিন্ন সামরিক অভিযানের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশগত পর্যবেক্ষণ, তথ্যের উন্নয়ন ম্যাপিং এবং জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব ট্র্যাক করা।

গেল শুক্রবার মার্কিন ধনকুবের ইলন মাস্ক মালিকানাধীন রকেট কোম্পানি স্পেসএক্স-এর ‘ফ্যালকন ৯’ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ ঘটে স্যাটেলাইটটির।
মড বলেছে, এ উৎক্ষেপণ মহাকাশে যুক্তরাজ্যের স্যাটেলাইট বসানোর ভবিষ্যৎ পরিকল্পনার প্রথম ধাপ, যা দেশটির ‘বুদ্ধিমত্তা, নজরদারি ও পরিদর্শন সক্ষমতা অর্থাৎ ‘আইএসআর’কে শক্তিশালী করে তুলবে, যার পূর্ণরূপ হল ‘ইন্টেলিজেন্স, সারভেইলেন্স অ্যান্ড রিকনিসেন্স।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও শিল্প মন্ত্রী মারিয়া ঈগল বলেছেন, “সরকারের বিভিন্ন বিস্তৃত কাজ সমর্থনের পাশাপাশি বিভিন্ন সামরিক অভিযান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে টাইকে।”

“এ ছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের বিভিন্ন উদ্ভাবন, এ খাতজুড়ে অগ্রগতি ও বিভিন্ন উচ্চদক্ষতার চাকরিতে সমর্থনের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতিরও প্রতীক এ স্যাটেলাইট।”
টাইকে স্যাটেলাইট আকারে একটি ওয়াশিং মেশিনের সমান, যেটির নির্মাণ ও নকশা হয়েছে যুক্তরাজ্যেই। দুই কোটি ৮০ লাখ ডলারে এটি বানানোর চুক্তি পেয়েছিল যুক্তরাজ্যের স্থানীয় কোম্পানি ‘সারে স্যাটেলাইটস টেকনোলজি লিমিটেড (এসএসটিএল)’, যেখানে প্রথমবারের মতো স্যাটেলাইট নির্মাণের পুরো অর্থায়ন দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দিনের বেলাতেও ‘ছবি তুলবে’ যুক্তরাজ্যের প্রথম সামরিক স্যাটেলাইট স্যাটেলাইটটির লক্ষ্য, বিভিন্ন সামরিক অভিযানের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশগত পর্যবেক্ষণ, তথ্যের উন্নয়ন ম্যাপিং এবং জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব ট্র্যাক করা। সম্প্রতি মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ ঘটেছে যুক্তরাজ্যের প্রথম সামরিক স্যাটেলাইটের, যা দিনের বেলাতেও ভূপৃষ্ঠের ছবি ও ভিডিও ধারণে সক্ষম। এ ‘যুগান্তকারী’ স্যাটেলাইটের নাম ‘টাইকে’, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘মড’-এর একটি প্রকল্পের অংশ। এর লক্ষ্য হল, বিভিন্ন সামরিক অভিযানের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশগত পর্যবেক্ষণ, তথ্যের উন্নয়ন ম্যাপিং এবং জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব ট্র্যাক করা। গেল শুক্রবার মার্কিন ধনকুবের ইলন মাস্ক মালিকানাধীন রকেট কোম্পানি স্পেসএক্স-এর ‘ফ্যালকন ৯’ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ ঘটে স্যাটেলাইটটির। মড বলেছে, এ উৎক্ষেপণ মহাকাশে যুক্তরাজ্যের স্যাটেলাইট বসানোর ভবিষ্যৎ পরিকল্পনার প্রথম ধাপ, যা দেশটির ‘বুদ্ধিমত্তা, নজরদারি ও পরিদর্শন সক্ষমতা অর্থাৎ ‘আইএসআর’কে শক্তিশালী করে তুলবে, যার পূর্ণরূপ হল ‘ইন্টেলিজেন্স, সারভেইলেন্স অ্যান্ড রিকনিসেন্স।’ যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও শিল্প মন্ত্রী মারিয়া ঈগল বলেছেন, “সরকারের বিভিন্ন বিস্তৃত কাজ সমর্থনের পাশাপাশি বিভিন্ন সামরিক অভিযান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে টাইকে।” “এ ছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের বিভিন্ন উদ্ভাবন, এ খাতজুড়ে অগ্রগতি ও বিভিন্ন উচ্চদক্ষতার চাকরিতে সমর্থনের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতিরও প্রতীক এ স্যাটেলাইট।” টাইকে স্যাটেলাইট আকারে একটি ওয়াশিং মেশিনের সমান, যেটির নির্মাণ ও নকশা হয়েছে যুক্তরাজ্যেই। দুই কোটি ৮০ লাখ ডলারে এটি বানানোর চুক্তি পেয়েছিল যুক্তরাজ্যের স্থানীয় কোম্পানি ‘সারে স্যাটেলাইটস টেকনোলজি লিমিটেড (এসএসটিএল)’, যেখানে প্রথমবারের মতো স্যাটেলাইট নির্মাণের পুরো অর্থায়ন দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
0 التعليقات 0 المشاركات 46 مشاهدة 0 معاينة