বসুন্ধরার মিডিয়া হাউজে হামলা-ভাংচুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, ‘সাধারণ ছাত্রদের ব্যানার’ ব্যবহার করে গণমাধ্যমের ওপর হামলা করা হয়েছে।
বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল লোক।

সোমবার দুপুর ২টার দিকে ৭০-৮০ জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতে হকিস্টিকসহ লাঠিসোঁটা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বসুন্ধরা আবাসিক এলাকায় পাশপাশি তিনটি ভবনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে।
ওই গ্রুপের একজন সংবাদকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আকস্মিকভাবে ৭০-৮০ জনের একটি দল স্লোগান দিয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ অফিসের সামনে আসে। তারা ভবনের সামনে রাখা অন্তত ২০টি গাড়িতে ভাংচুর চালায়। ভবনের সামনের কাচের দেয়াল ও দরজা ভাংচুর করে কিছুক্ষণের মধ্যে চলে যায়।”
নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে তিনি বলেন, “মূল ফটকে থাকা ৭-৮ জন নিরাপত্তাকর্মীর বাধা উপেক্ষা করে তারা হামলা চালায়। হামলার আগে আশপাশের গলিতে তারা খণ্ড খণ্ড গ্রুপে জমায়েত হয়। পরে ৩০০ ফুট সড়ক থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশের প্রধান সড়কের দিক থেকে মূল মিছিলটি এলে ছোট গ্রুপগুলো মিছিলের সঙ্গে মিশে একসঙ্গে হামলা চালায়।”
#solpal #newsbox #emsadi
বসুন্ধরার মিডিয়া হাউজে হামলা-ভাংচুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, ‘সাধারণ ছাত্রদের ব্যানার’ ব্যবহার করে গণমাধ্যমের ওপর হামলা করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল লোক। সোমবার দুপুর ২টার দিকে ৭০-৮০ জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতে হকিস্টিকসহ লাঠিসোঁটা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় পাশপাশি তিনটি ভবনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে। ওই গ্রুপের একজন সংবাদকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আকস্মিকভাবে ৭০-৮০ জনের একটি দল স্লোগান দিয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ অফিসের সামনে আসে। তারা ভবনের সামনে রাখা অন্তত ২০টি গাড়িতে ভাংচুর চালায়। ভবনের সামনের কাচের দেয়াল ও দরজা ভাংচুর করে কিছুক্ষণের মধ্যে চলে যায়।” নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে তিনি বলেন, “মূল ফটকে থাকা ৭-৮ জন নিরাপত্তাকর্মীর বাধা উপেক্ষা করে তারা হামলা চালায়। হামলার আগে আশপাশের গলিতে তারা খণ্ড খণ্ড গ্রুপে জমায়েত হয়। পরে ৩০০ ফুট সড়ক থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশের প্রধান সড়কের দিক থেকে মূল মিছিলটি এলে ছোট গ্রুপগুলো মিছিলের সঙ্গে মিশে একসঙ্গে হামলা চালায়।” #solpal #newsbox #emsadi
0 Commenti 0 condivisioni 121 Views 0 Anteprima