ফেনীর দেওয়ালে দেওয়ালে তারুণ্যের জয়গান, বিজয়ের কথা
দেয়ালচিত্রে স্থান পেয়েছে পুলিশের গুলিতে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদ, ঢাকার মুগ্ধ কিংবা ফেনীর ইস্তিয়াক শ্রাবণের বীরত্বগাঁথা।
বদলে গেছে ফেনীর পাড়া-মহল্লার সব দেওয়াল। রং-তুলির আঁচড়ে সেগুলো যেন একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

শহর থেকে গ্রামে কোথাও খালি নেই কোনো দেওয়াল। তারুণ্যের স্লোগান, সমসাময়িক ঘটনার প্রতিচ্ছবি ও আগামীর বাংলাদেশের নানা চিত্র ফুটে উঠেছে সেগুলোতে।

১০-১২ দিন ধরে একঝাঁক তরুণ শিক্ষার্থী হাতে তুলে নিয়েছে রং-তুলি। যাদের বেশিরভাগেরই চারুকলা কিংবা আর্টের পূর্ব অভিজ্ঞতা নেই। তবুও প্রাণে-প্রাণ মিলিয়ে দেওয়ালগুলোতে তারা সরকারের পতন, লাল-সবুজের বাংলাদেশ, দুর্নীতি, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বাঁধভাঙা জোয়ারের প্রতিচিত্র ফুটিয়ে তুলছে।
#solpal #solpalnews #newsbox #newsbox #news
ফেনীর দেওয়ালে দেওয়ালে তারুণ্যের জয়গান, বিজয়ের কথা দেয়ালচিত্রে স্থান পেয়েছে পুলিশের গুলিতে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদ, ঢাকার মুগ্ধ কিংবা ফেনীর ইস্তিয়াক শ্রাবণের বীরত্বগাঁথা। বদলে গেছে ফেনীর পাড়া-মহল্লার সব দেওয়াল। রং-তুলির আঁচড়ে সেগুলো যেন একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। শহর থেকে গ্রামে কোথাও খালি নেই কোনো দেওয়াল। তারুণ্যের স্লোগান, সমসাময়িক ঘটনার প্রতিচ্ছবি ও আগামীর বাংলাদেশের নানা চিত্র ফুটে উঠেছে সেগুলোতে। ১০-১২ দিন ধরে একঝাঁক তরুণ শিক্ষার্থী হাতে তুলে নিয়েছে রং-তুলি। যাদের বেশিরভাগেরই চারুকলা কিংবা আর্টের পূর্ব অভিজ্ঞতা নেই। তবুও প্রাণে-প্রাণ মিলিয়ে দেওয়ালগুলোতে তারা সরকারের পতন, লাল-সবুজের বাংলাদেশ, দুর্নীতি, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বাঁধভাঙা জোয়ারের প্রতিচিত্র ফুটিয়ে তুলছে। #solpal #solpalnews #newsbox #newsbox #news
Like
1
0 Comments 0 Shares 95 Views 0 Reviews