অগাস্টের বন্যার এমন ভয়াল রূপ কেন?
মুহুরী নদীর বানে ফেনী জেলা যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, ইতিহাসে তার নজির নেই। সম্পদ যা গেছে, তা গেছে; এ জেলার তিন উপজেলার সাড়ে তিন লাখ মানুষ এখন প্রাণ বাঁচানো নিয়েই শঙ্কায়।
বর্ষা মৌসুমের শেষ সময়ে এসে বাংলাদেশ যে আরেক দফা বন্যার কবলে পড়তে পারে, অগাস্টের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেই তা জানা গিয়েছিল। কিন্তু সেই বন্যা যে এমন প্রলয়ঙ্করী রূপ নিয়ে আবির্ভূত হবে, তা কল্পনাও করেনি ফেনী জেলার মানুষ।

উজানে অতি ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে আকস্মিক এ বন্যায় একদিনের ব্যবধানে দেশের অন্তত ১০ জেলা প্লাবিত হয়েছে। এসব জেলায় প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৩৬ লাখের বেশি মানুষ। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কিন্তু মুহুরী নদীর বানে ফেনী জেলা যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, ইতিহাসে তার নজির নেই। সম্পদ যা গেছে, তা গেছে; এ জেলার চার উপজেলার চার লাখ মানুষ এখন প্রাণ বাঁচানো নিয়েই শঙ্কায়।
ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার প্রায় ৯৫ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, নেই বিদ্যুৎ সংযোগ। বেশিরভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফোনেও যোগাযোগ করতে না পেরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় আছেন অন্য জেলায় থাকা স্বজনরা।

আর এমন এক সময় প্রকৃতির এমন রূদ্রমূর্তি বাংলাদেশকে দেখতে হচ্ছে, যখন ৩৬ দিনের গণ আন্দোলন আর সহিংতায় সরকার পতনের ধাক্কা সামলে দেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার।

যাত্রা শুরুর দুই সপ্তাহের মাথায় এই দুর্যোগ মোকাবিলায় সরকার দ্রুতই তৎপরতা দেখিয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদকে নিয়ে বৈঠক করে বন্যা মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
#bdnews #solpal
অগাস্টের বন্যার এমন ভয়াল রূপ কেন? মুহুরী নদীর বানে ফেনী জেলা যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, ইতিহাসে তার নজির নেই। সম্পদ যা গেছে, তা গেছে; এ জেলার তিন উপজেলার সাড়ে তিন লাখ মানুষ এখন প্রাণ বাঁচানো নিয়েই শঙ্কায়। বর্ষা মৌসুমের শেষ সময়ে এসে বাংলাদেশ যে আরেক দফা বন্যার কবলে পড়তে পারে, অগাস্টের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেই তা জানা গিয়েছিল। কিন্তু সেই বন্যা যে এমন প্রলয়ঙ্করী রূপ নিয়ে আবির্ভূত হবে, তা কল্পনাও করেনি ফেনী জেলার মানুষ। উজানে অতি ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে আকস্মিক এ বন্যায় একদিনের ব্যবধানে দেশের অন্তত ১০ জেলা প্লাবিত হয়েছে। এসব জেলায় প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৩৬ লাখের বেশি মানুষ। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু মুহুরী নদীর বানে ফেনী জেলা যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, ইতিহাসে তার নজির নেই। সম্পদ যা গেছে, তা গেছে; এ জেলার চার উপজেলার চার লাখ মানুষ এখন প্রাণ বাঁচানো নিয়েই শঙ্কায়। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার প্রায় ৯৫ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, নেই বিদ্যুৎ সংযোগ। বেশিরভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফোনেও যোগাযোগ করতে না পেরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় আছেন অন্য জেলায় থাকা স্বজনরা। আর এমন এক সময় প্রকৃতির এমন রূদ্রমূর্তি বাংলাদেশকে দেখতে হচ্ছে, যখন ৩৬ দিনের গণ আন্দোলন আর সহিংতায় সরকার পতনের ধাক্কা সামলে দেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। যাত্রা শুরুর দুই সপ্তাহের মাথায় এই দুর্যোগ মোকাবিলায় সরকার দ্রুতই তৎপরতা দেখিয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদকে নিয়ে বৈঠক করে বন্যা মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। #bdnews #solpal
Like
1
0 Kommentare 0 Anteile 163 Ansichten 0 Vorschau