আসসালামুয়ালাইকুম, আপনারা সবাই দেশের এই ক্রান্তিকালে সাহায্য করতে চাচ্ছেন। অনেকে মন থেকে চাচ্ছেন কিন্তু পারছেন না। আপনারা যারা অর্থ দিয়ে সাহায্য করতে চাচ্ছেন অনেক ফান্ডে দিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে ট্রাস্টেড ফান্ড আস-সুন্নাহ। এছাড়াও ছোট- বড় অনেক জায়গায় সাহায্যের দরকার যেখানকার মানুষ রিচ করতে পারছেন। আমরা নটরডেম কলেজ থেকে ফান্ড করছি। এই এক ফান্ড থেকেই আমরা সকল ট্রাস্টেড ফান্ডে ভাগ করে টাকা পাঠাবো প্রয়োজন মতো। আমাদের কাছে সময় কম তাই অর্ডার দেওয়া কিংবা ত্রাণ নিয়ে যাওয়ার সময় সুযোগ নেই। অর্ডার করেও পাওয়া যাচ্ছে না। তাই আমাদের পক্ষ থেকে উঠানো ফান্ড একেক জায়গায় যাবে যেখানে সব কালেক্ট হচ্ছে।
বিকাশ: 01906477794 (পার্সোনাল)
রকেট: 01680728882 (পার্সোনাল)
রেফারেন্সে: Fund লিখে দিয়েন।
এছাড়াও যারা ঘরে আছেন, বেশি বেশি প্রার্থনা করুন।

#solpal #Bangladesh #NDC #solpalvideo #GenZ
আসসালামুয়ালাইকুম, আপনারা সবাই দেশের এই ক্রান্তিকালে সাহায্য করতে চাচ্ছেন। অনেকে মন থেকে চাচ্ছেন কিন্তু পারছেন না। আপনারা যারা অর্থ দিয়ে সাহায্য করতে চাচ্ছেন অনেক ফান্ডে দিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে ট্রাস্টেড ফান্ড আস-সুন্নাহ। এছাড়াও ছোট- বড় অনেক জায়গায় সাহায্যের দরকার যেখানকার মানুষ রিচ করতে পারছেন। আমরা নটরডেম কলেজ থেকে ফান্ড করছি। এই এক ফান্ড থেকেই আমরা সকল ট্রাস্টেড ফান্ডে ভাগ করে টাকা পাঠাবো প্রয়োজন মতো। আমাদের কাছে সময় কম তাই অর্ডার দেওয়া কিংবা ত্রাণ নিয়ে যাওয়ার সময় সুযোগ নেই। অর্ডার করেও পাওয়া যাচ্ছে না। তাই আমাদের পক্ষ থেকে উঠানো ফান্ড একেক জায়গায় যাবে যেখানে সব কালেক্ট হচ্ছে। বিকাশ: 01906477794 (পার্সোনাল) রকেট: 01680728882 (পার্সোনাল) রেফারেন্সে: Fund লিখে দিয়েন। এছাড়াও যারা ঘরে আছেন, বেশি বেশি প্রার্থনা করুন। #solpal #Bangladesh #NDC #solpalvideo #GenZ
0 Σχόλια 0 Μοιράστηκε 149 Views 0 Προεπισκόπηση