টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
টাইব্রেকারে দুটি শট আটকে বাংলাদেশের জয়ের নায়ক বদলি গোলরক্ষক আসিফ হোসেন।
খেলার ধারার বিপরীতে এগিয়ে গেল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভারতের টানা আক্রমণের মুখে জমাট রক্ষণের সঙ্গে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণও গড়লেন প্রবল প্রতিরোধ। কিন্তু চোট পেয়ে শ্রাবণ মাঠ ছাড়ার পরই গোল হজম করল বাংলাদেশ। ম্যাচের ভাগ্য গড়াল টাইব্রেকারে। সেখানে বদলি গোলরক্ষক আসিফ হোসেনের দুর্দান্ত নৈপুণ্যে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ।
নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।টাইব্রেকারের শুরুতেই আলো ছড়ান আসিফ; থাংলাংসুন গাঙ্গতের প্রথম শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন। এরপর চার শটে বাংলাদেশের পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ লক্ষ্যভেদ করেন।

ভারতের তিনজন জালের দেখা পাওয়ার পর আকাশ তিরকে আসেন পঞ্চম ও শেষ শট নিতে। আসিফ তা ফেরানোর সাথে সাথেই বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ –এই তিন ক্যাটাগরিতে হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার তাদের হারিয়েই ফাইনালে উঠল দল।
টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে দুটি শট আটকে বাংলাদেশের জয়ের নায়ক বদলি গোলরক্ষক আসিফ হোসেন। খেলার ধারার বিপরীতে এগিয়ে গেল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভারতের টানা আক্রমণের মুখে জমাট রক্ষণের সঙ্গে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণও গড়লেন প্রবল প্রতিরোধ। কিন্তু চোট পেয়ে শ্রাবণ মাঠ ছাড়ার পরই গোল হজম করল বাংলাদেশ। ম্যাচের ভাগ্য গড়াল টাইব্রেকারে। সেখানে বদলি গোলরক্ষক আসিফ হোসেনের দুর্দান্ত নৈপুণ্যে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।টাইব্রেকারের শুরুতেই আলো ছড়ান আসিফ; থাংলাংসুন গাঙ্গতের প্রথম শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন। এরপর চার শটে বাংলাদেশের পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ লক্ষ্যভেদ করেন। ভারতের তিনজন জালের দেখা পাওয়ার পর আকাশ তিরকে আসেন পঞ্চম ও শেষ শট নিতে। আসিফ তা ফেরানোর সাথে সাথেই বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ। বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ –এই তিন ক্যাটাগরিতে হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার তাদের হারিয়েই ফাইনালে উঠল দল।
0 Commenti 0 condivisioni 86 Views 0 Anteprima