গোল না পেলেও যে কারণে খুশি এমবাপে
রেয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় দুই ম্যাচ খেলে এখনও গোলের স্বাদ পাননি এই ফরোয়ার্ড, তবে তাতে অস্থির নন তিনি।
বারবারই মনে হচ্ছিল, এই বুঝি হয়ে গেল! কিন্তু শেষ পর্যন্ত হলো না। লা লিগায় প্রথম গোলের স্বাদ পেলেন না কিলিয়ান এমবাপে। রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ হারালেন তিনি। আরেকটু দীর্ঘায়িত হলো তার অপেক্ষা। তবে গোলের জন্য তিনি অস্থির নন। বরং ম্যাচ শেষে রেয়াল মাদ্রিদের ফরাসি তারকা বললেন সন্তুষ্টির কথাই। তার দল যে জিতেছে।

লা লিগার ম্যাচটিতে রোববার রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচটিতে বেশ কয়েকটি সুযোগ পান এমবাপে। অন্তত তিন দফায় এমন সুযোগ তার সামনে আসে, যেগুলোতে তার মানের একজন ফরোয়ার্ডের গোল করার কথা অনায়াসেই। এছাড়াও সম্ভাবনা জাগান আরও কয়েকবার। কিন্তু দিনটি তার ছিল না।

তার দলও ম্যাচের অনেকটা সময়জুড়ে ছিল বিবর্ণ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদে ভালভের্দের গোলের পর শেষ দিকে ব্রাহিম দিয়াস ও এন্দ্রিকের গোলে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জেতে রেয়াল।ব্রাজিলিয়ান বিস্ময় বালক এন্দ্রিক রেয়ালের জার্সিতে অভিষেকে দারুণ এক গোল করলেও এমবাপে লা লিগায় গোল পেলেন না দুই ম্যাচ খেলে। রেয়ালের হয়ে অভিষেকে অবশ্য তিনিও গোল করেছিলেন উয়েফা সুপার কাপে। কিন্তু লিগে প্রথম গোলের স্বাদ অধরাই রইল তার।

“এটা (দলের জয়) আমাকে খুশিই এনে দিয়েছে। বের্নাবেউয়ে প্রথম ম্যাচটি জিতে শুরু করেছি এবং আমরা তিনটি পয়েন্ট পেয়েছি।”

“দারুণ একটি রাত ছিল এটি। সমর্থকেরা ছিলেন দুর্দান্ত। ঘরের মাঠে প্রথম ম্যাচটি জিততে মরিয়া ছিলাম আমরা।”

এই জয়কে সঙ্গী করে এখন পরের ম্যাচে তাকিয়ে রেয়ালের তারকারাজির নতুন এই সংযোজন।
#sportzone #sports
গোল না পেলেও যে কারণে খুশি এমবাপে রেয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় দুই ম্যাচ খেলে এখনও গোলের স্বাদ পাননি এই ফরোয়ার্ড, তবে তাতে অস্থির নন তিনি। বারবারই মনে হচ্ছিল, এই বুঝি হয়ে গেল! কিন্তু শেষ পর্যন্ত হলো না। লা লিগায় প্রথম গোলের স্বাদ পেলেন না কিলিয়ান এমবাপে। রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ হারালেন তিনি। আরেকটু দীর্ঘায়িত হলো তার অপেক্ষা। তবে গোলের জন্য তিনি অস্থির নন। বরং ম্যাচ শেষে রেয়াল মাদ্রিদের ফরাসি তারকা বললেন সন্তুষ্টির কথাই। তার দল যে জিতেছে। লা লিগার ম্যাচটিতে রোববার রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচটিতে বেশ কয়েকটি সুযোগ পান এমবাপে। অন্তত তিন দফায় এমন সুযোগ তার সামনে আসে, যেগুলোতে তার মানের একজন ফরোয়ার্ডের গোল করার কথা অনায়াসেই। এছাড়াও সম্ভাবনা জাগান আরও কয়েকবার। কিন্তু দিনটি তার ছিল না। তার দলও ম্যাচের অনেকটা সময়জুড়ে ছিল বিবর্ণ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদে ভালভের্দের গোলের পর শেষ দিকে ব্রাহিম দিয়াস ও এন্দ্রিকের গোলে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জেতে রেয়াল।ব্রাজিলিয়ান বিস্ময় বালক এন্দ্রিক রেয়ালের জার্সিতে অভিষেকে দারুণ এক গোল করলেও এমবাপে লা লিগায় গোল পেলেন না দুই ম্যাচ খেলে। রেয়ালের হয়ে অভিষেকে অবশ্য তিনিও গোল করেছিলেন উয়েফা সুপার কাপে। কিন্তু লিগে প্রথম গোলের স্বাদ অধরাই রইল তার। “এটা (দলের জয়) আমাকে খুশিই এনে দিয়েছে। বের্নাবেউয়ে প্রথম ম্যাচটি জিতে শুরু করেছি এবং আমরা তিনটি পয়েন্ট পেয়েছি।” “দারুণ একটি রাত ছিল এটি। সমর্থকেরা ছিলেন দুর্দান্ত। ঘরের মাঠে প্রথম ম্যাচটি জিততে মরিয়া ছিলাম আমরা।” এই জয়কে সঙ্গী করে এখন পরের ম্যাচে তাকিয়ে রেয়ালের তারকারাজির নতুন এই সংযোজন। #sportzone #sports
0 Σχόλια 0 Μοιράστηκε 239 Views 0 Προεπισκόπηση