সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ভোগাবে সবাইকে: গুতেরেস
“জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস আমাদের গ্রহকে সেদ্ধ করছে। আক্ষরিক অর্থেই সমুদ্র সেই তাপ নিচ্ছে,” বলেন তিনি।
কার্বন নিঃসরণ কমানো বা বিশ্বব্যাপী বিপর্যয়ের ঝুঁকির জন্য বড় দূষণকারীদের স্পষ্টতই দায় দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি বলেছেন, “বিশ্বের মধ্যে প্রশান্ত মহাসগরীয় অঞ্চল এখন সবচাইতে ঝুঁকিপূর্ণ। এ অঞ্চলের ওপর বড় অবিচার হয়েছে এবং সে কারণেই আমি এখানে এসেছি।”

টোঙ্গায় প্যাসিফিক আইল্যান্ড ফোরামের নেতাদের বৈঠকের ফাঁকে তিনি বিবিসিকে এ কথা বলেন।
গুতেরেস বলেন, “জলবায়ু পরিবর্তনে ছোট দ্বীপগুলো ভূমিকা রাখে না, তবে জলবায়ু পরিবর্তনের কারণে যা কিছু ঘটে, তা এখানে দেখা যাচ্ছে বহুগুণ বেশি।”

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সবার জন্যই যে বাড়ছে তা মনে করিয়ে দিয়ে ফোরামে সতর্ক করেন তিনি।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং তা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর জন্য কীভাবে ঝুঁকি তৈরি করছে তা নিয়ে অনুষ্ঠানে জাতিসংঘের দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

#newsbox #solpalnews
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ভোগাবে সবাইকে: গুতেরেস “জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস আমাদের গ্রহকে সেদ্ধ করছে। আক্ষরিক অর্থেই সমুদ্র সেই তাপ নিচ্ছে,” বলেন তিনি। কার্বন নিঃসরণ কমানো বা বিশ্বব্যাপী বিপর্যয়ের ঝুঁকির জন্য বড় দূষণকারীদের স্পষ্টতই দায় দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, “বিশ্বের মধ্যে প্রশান্ত মহাসগরীয় অঞ্চল এখন সবচাইতে ঝুঁকিপূর্ণ। এ অঞ্চলের ওপর বড় অবিচার হয়েছে এবং সে কারণেই আমি এখানে এসেছি।” টোঙ্গায় প্যাসিফিক আইল্যান্ড ফোরামের নেতাদের বৈঠকের ফাঁকে তিনি বিবিসিকে এ কথা বলেন। গুতেরেস বলেন, “জলবায়ু পরিবর্তনে ছোট দ্বীপগুলো ভূমিকা রাখে না, তবে জলবায়ু পরিবর্তনের কারণে যা কিছু ঘটে, তা এখানে দেখা যাচ্ছে বহুগুণ বেশি।” সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সবার জন্যই যে বাড়ছে তা মনে করিয়ে দিয়ে ফোরামে সতর্ক করেন তিনি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং তা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর জন্য কীভাবে ঝুঁকি তৈরি করছে তা নিয়ে অনুষ্ঠানে জাতিসংঘের দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়। #newsbox #solpalnews
Like
Love
2
0 Комментарии 0 Поделились 271 Просмотры 0 предпросмотр