আইফোন ১৬ কবে আসবে জানাল অ্যাপল
এ আয়োজনে কোম্পানিটি নতুন আইফোন ১৬’র পাশাপাশি অ্যাপল ওয়াচ ও এয়ারপডসও উন্মোচন করবে, এমন খবরও চাউর হয়েছে।
আইফোন ১৬’র পাশাপাশি নিজেদের অন্যান্য আসন্ন পণ্য উন্মোচনের তারিখ প্রকাশ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

এজন্য ৯ সেপ্টেম্বর নিজেদের ক্যালিফোর্নিয়া সদর দপ্তরে ‘ইট’স গ্লোটাইম’ নামে একটি আয়োজন করতে যাচ্ছে কোম্পানিটি, যা শুরু হবে সেখানকার স্থানীয় সময় সকাল ১০টায়।

এর আমন্ত্রণপত্রে আভা ও ঘূর্ণায়মান রং উভয় থেকে কোম্পানির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর ইঙ্গিত মিলেছে, যাকে আইফোনে সংযোগ করকে একই রকম ঘুর্ণায়মান রং দেখা যায়।
এ আয়োজনে কোম্পানিটি নতুন আইফোন ১৬’র পাশাপাশি অ্যাপল ওয়াচ ও এয়ারপডসও উন্মোচন করবে, এমন খবরও চাউর হয়েছে।

আগের মতো এবারের আয়োজনেও সম্ভবত আইফোন ১৬’র চারটি সংস্করণ দেখা যাবে। সেগুলো হল, আইফোনের ‘প্রো’ এবং ‘নন-প্রো’ সংস্করণ ও এদের প্রতিটির আকারে তুলনামূলক বড় সংস্করণ। ইঙ্গিত মিলেছে, এদের নকশা প্রায় একই হলেও এর মধ্যে ‘প্রো’ মডেলের ডিসপ্লে হয়ত আকারে বড় এবং নন-প্রো মডেলে একটি ‘অ্যাকশন বাটন’ থাকবে, যা এখন শুধু আইফোনের ‘হাই-এন্ড’ মডেলগুলোতে ‘এক্সক্লুসিভ’ হিসেবে রয়েছে।

এর ঘুর্ণায়মান রংগুলো থেকে ধারণা মেলে, কোম্পানির নতুন ফোনের বাজার প্রচারণার কেন্দ্রীয় অংশজুড়ে থাকবে অ্যাপল ইন্টেলিজেন্স। এ মুহুর্তে কেবল আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেল থেকে এ ফিচারটিতে প্রবেশ করা যায়, তবে আইফোন ১৬’র নতুন লাইনআপের পুরোটা জুড়েই সম্ভবত বিভিন্ন নতুন টুলের ব্যবহার দেখা যাবে। এমনকি নতুন ফোনের জন্য বেশ কিছু ফিচারের ঘোষণাও আসতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
এ বছরের আয়োজনটি হতে যাচ্ছে সোমবার, যা আইফোন উন্মোচনের ক্ষেত্রে প্রথম এমন ঘটনা। তবে, খবর চাউর হয়েছে, আইফোন হয়ত এর পরবর্তী দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর উন্মোচিত হবে।
আইফোন ১৬ কবে আসবে জানাল অ্যাপল এ আয়োজনে কোম্পানিটি নতুন আইফোন ১৬’র পাশাপাশি অ্যাপল ওয়াচ ও এয়ারপডসও উন্মোচন করবে, এমন খবরও চাউর হয়েছে। আইফোন ১৬’র পাশাপাশি নিজেদের অন্যান্য আসন্ন পণ্য উন্মোচনের তারিখ প্রকাশ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এজন্য ৯ সেপ্টেম্বর নিজেদের ক্যালিফোর্নিয়া সদর দপ্তরে ‘ইট’স গ্লোটাইম’ নামে একটি আয়োজন করতে যাচ্ছে কোম্পানিটি, যা শুরু হবে সেখানকার স্থানীয় সময় সকাল ১০টায়। এর আমন্ত্রণপত্রে আভা ও ঘূর্ণায়মান রং উভয় থেকে কোম্পানির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর ইঙ্গিত মিলেছে, যাকে আইফোনে সংযোগ করকে একই রকম ঘুর্ণায়মান রং দেখা যায়। এ আয়োজনে কোম্পানিটি নতুন আইফোন ১৬’র পাশাপাশি অ্যাপল ওয়াচ ও এয়ারপডসও উন্মোচন করবে, এমন খবরও চাউর হয়েছে। আগের মতো এবারের আয়োজনেও সম্ভবত আইফোন ১৬’র চারটি সংস্করণ দেখা যাবে। সেগুলো হল, আইফোনের ‘প্রো’ এবং ‘নন-প্রো’ সংস্করণ ও এদের প্রতিটির আকারে তুলনামূলক বড় সংস্করণ। ইঙ্গিত মিলেছে, এদের নকশা প্রায় একই হলেও এর মধ্যে ‘প্রো’ মডেলের ডিসপ্লে হয়ত আকারে বড় এবং নন-প্রো মডেলে একটি ‘অ্যাকশন বাটন’ থাকবে, যা এখন শুধু আইফোনের ‘হাই-এন্ড’ মডেলগুলোতে ‘এক্সক্লুসিভ’ হিসেবে রয়েছে। এর ঘুর্ণায়মান রংগুলো থেকে ধারণা মেলে, কোম্পানির নতুন ফোনের বাজার প্রচারণার কেন্দ্রীয় অংশজুড়ে থাকবে অ্যাপল ইন্টেলিজেন্স। এ মুহুর্তে কেবল আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেল থেকে এ ফিচারটিতে প্রবেশ করা যায়, তবে আইফোন ১৬’র নতুন লাইনআপের পুরোটা জুড়েই সম্ভবত বিভিন্ন নতুন টুলের ব্যবহার দেখা যাবে। এমনকি নতুন ফোনের জন্য বেশ কিছু ফিচারের ঘোষণাও আসতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। এ বছরের আয়োজনটি হতে যাচ্ছে সোমবার, যা আইফোন উন্মোচনের ক্ষেত্রে প্রথম এমন ঘটনা। তবে, খবর চাউর হয়েছে, আইফোন হয়ত এর পরবর্তী দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর উন্মোচিত হবে।
Love
1
0 التعليقات 0 المشاركات 125 مشاهدة 0 معاينة