পিএসজি ছেড়ে ইউনাইটেডে যাচ্ছেন উগার্তে
২৩ বছর বয়সী উগার্তের ট্রান্সফার ফি হিসেবে ফরাসি ক্লাবটিকে পাঁচ কোটি ইউরো দিতে রাজি হয়েছে ইউনাইটেড।

দলে নতুন মিডফিল্ডার যোগ করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। উরুগুয়ের ফুটবলার মানুয়েল উগার্তেকে টানতে পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাবটি।

২৩ বছর বয়সী উগার্তের ট্রান্সফার ফি হিসেবে পিএসজিকে পাঁচ কোটি ইউরো দিতে প্রস্তুত ইউনাইটেড। অতিরিক্ত আরও এক কোটি ইউরো খরচ হতে পারে ক্লাবটির।

বিবিসির প্রতিবদনে বলা হয়েছে, মেডিকেলের জন্য মঙ্গলবার ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দিতে পারেন উগার্তে।
#sport #sportzone
পিএসজি ছেড়ে ইউনাইটেডে যাচ্ছেন উগার্তে ২৩ বছর বয়সী উগার্তের ট্রান্সফার ফি হিসেবে ফরাসি ক্লাবটিকে পাঁচ কোটি ইউরো দিতে রাজি হয়েছে ইউনাইটেড। দলে নতুন মিডফিল্ডার যোগ করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। উরুগুয়ের ফুটবলার মানুয়েল উগার্তেকে টানতে পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাবটি। ২৩ বছর বয়সী উগার্তের ট্রান্সফার ফি হিসেবে পিএসজিকে পাঁচ কোটি ইউরো দিতে প্রস্তুত ইউনাইটেড। অতিরিক্ত আরও এক কোটি ইউরো খরচ হতে পারে ক্লাবটির। বিবিসির প্রতিবদনে বলা হয়েছে, মেডিকেলের জন্য মঙ্গলবার ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দিতে পারেন উগার্তে। #sport #sportzone
0 Comments 0 Shares 892 Views 0 Reviews