#TawHaaTv #solpal #solpalvideo
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ চলমান বন্যার্তদের ত্রাণ,পুনর্বাসন
ও চিকিৎসা সহায়তা প্রজেক্টে আপনাদের সহযোগিতা চেয়ে ভিডিও বার্তা দেয়ার পর মাত্র দুদিনে যে বিপুল সারা পেয়েছি তাতে আমরা সত্যিই অভিভূত!
টাকার ও ত্রাণের প্যাকেটের সংখ্যা জানান দেয়া থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।
আলহামদুলিল্লাহ ফেনি, লক্ষিপুর, খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌছে দিতে আমাদের ভাইয়েরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রত্যেক সেই ভাই বা বোন যারা নিজেদের জান, মাল, সময়, শ্রম ও দুয়ার মাধ্যমে উক্ত প্রজেক্টে আমাদের সাথে আছেন তাদের সকলের প্রতি ত্ব হা যিন নুরাইন ফাউন্ডেশন ও ত্ব হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অনুগ্রহ করে আমাদের তহবিলে আপনাদের সহায়তা অব্যাহত রাখুন। বারাকাল্লাহু ফিকুম। একাউন্ট নং গুলো কমেন্ট সেকশানে দেখুন।
Abu Taw Haa Muhammad Adnan
মদিনা, ১৯ সফর ১৪৪৬

#TawHaaTv #solpal #solpalvideo আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ চলমান বন্যার্তদের ত্রাণ,পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা প্রজেক্টে আপনাদের সহযোগিতা চেয়ে ভিডিও বার্তা দেয়ার পর মাত্র দুদিনে যে বিপুল সারা পেয়েছি তাতে আমরা সত্যিই অভিভূত! টাকার ও ত্রাণের প্যাকেটের সংখ্যা জানান দেয়া থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আলহামদুলিল্লাহ ফেনি, লক্ষিপুর, খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌছে দিতে আমাদের ভাইয়েরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রত্যেক সেই ভাই বা বোন যারা নিজেদের জান, মাল, সময়, শ্রম ও দুয়ার মাধ্যমে উক্ত প্রজেক্টে আমাদের সাথে আছেন তাদের সকলের প্রতি ত্ব হা যিন নুরাইন ফাউন্ডেশন ও ত্ব হা যিন নুরাইন অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুগ্রহ করে আমাদের তহবিলে আপনাদের সহায়তা অব্যাহত রাখুন। বারাকাল্লাহু ফিকুম। একাউন্ট নং গুলো কমেন্ট সেকশানে দেখুন। Abu Taw Haa Muhammad Adnan মদিনা, ১৯ সফর ১৪৪৬
Like
2
0 Comments 0 Shares 1120 Views 0 Reviews