মিরাজ-তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের
অসাধারণ বোলিংয়ে ৫ উইকেট শিকার করলেন মেহেদী হাসান মিরাজ, ১৪ মাস পর টেস্টে ফিরে দারুণ বোলিং করলেন তাসকিন আহমেদও।
সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেট, আদ্রর্তাও ছিল যথেষ্ট। টস জিতে সেখানে আগে বোলিংয়ের সুযোগ। শুরুটাও ছিল দুর্দান্ত। কিন্তু এরপরও প্রথম সেশনে বাংলাদেশের বোলিং ছিল হতাশাজনক। কিন্তু দ্বিতীয় সেশনের শুরু থেকেই দেখা গেল যেন ভিন্ন এক দলকে। অসাধারণ বোলিং উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ, জ্বলে উঠলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানাও। বড় স্কোর গড়তে পারল না পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে পাকিস্তান অলআউট ২৭৪ রানে। বাংলাদেশ শনিবার দিন শেষ করে কোনো উইকেট হারিয়ে ১০ রান নিয়ে।

পাকিস্তানের হয়ে ফিফটি করেন সাইম আইয়ুব, শান মাসুদ ও সালমান আলি আঘা। তবে তিনজনের কেউই যেতে পারেননি ৬০ রান পর্যন্ত।
#cricket
মিরাজ-তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের অসাধারণ বোলিংয়ে ৫ উইকেট শিকার করলেন মেহেদী হাসান মিরাজ, ১৪ মাস পর টেস্টে ফিরে দারুণ বোলিং করলেন তাসকিন আহমেদও। সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেট, আদ্রর্তাও ছিল যথেষ্ট। টস জিতে সেখানে আগে বোলিংয়ের সুযোগ। শুরুটাও ছিল দুর্দান্ত। কিন্তু এরপরও প্রথম সেশনে বাংলাদেশের বোলিং ছিল হতাশাজনক। কিন্তু দ্বিতীয় সেশনের শুরু থেকেই দেখা গেল যেন ভিন্ন এক দলকে। অসাধারণ বোলিং উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ, জ্বলে উঠলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানাও। বড় স্কোর গড়তে পারল না পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে পাকিস্তান অলআউট ২৭৪ রানে। বাংলাদেশ শনিবার দিন শেষ করে কোনো উইকেট হারিয়ে ১০ রান নিয়ে। পাকিস্তানের হয়ে ফিফটি করেন সাইম আইয়ুব, শান মাসুদ ও সালমান আলি আঘা। তবে তিনজনের কেউই যেতে পারেননি ৬০ রান পর্যন্ত। #cricket
0 মন্তব্য 0 Shares 316 ভিউ সমূহ 0 Reviews