রোনালদোকে নিয়েই নেশন্স লিগের পর্তুগাল দল
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রেনাতো ভেইগা, চিয়াগো সান্তোস ও জিওভানি কুয়েন্দা।
সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ একদম ভালো কাটেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। আসরে তিনি পাননি কোনো গোলের দেখা। তবে এই তারকাকে রেখেই নেশন্স লিগের আসছে দুই ম্যাচের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস।

ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ২৫ সদস্যের দল দিয়েছেন মার্তিনেস।

৩৯ বছর বয়সী রোনালদো ১৩০ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার। তবে গত জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোয় পর্তুগালের পাঁচ ম্যাচে একবারও জালের দেখা পাননি আল নাস্‌র ফরোয়ার্ড। কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।
ইউরোর পর মার্তিনেস বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের জন্য ‘একটি নতুন চক্র’ শুরু করছে তার দল। সেই নতুন চক্রের অংশ হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিন জন- চেলসির ২১ বয়সী ডিফেন্ডার রেনাতো ভেইগা, লিলের ২২ বছর বয়সী ডিফেন্ডার চিয়াগো সান্তোস ও স্পোর্তিং লিসবনের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড জিওভানি কুয়েন্দা।

বাদ পড়েছেন কদিন আগে ম্যানচেস্টার সিটি ছেড়ে আল হিলালে পাড়ি জমানো ৩০ বছর বয়সী ডিফেন্ডার জোয়াও কান্সেলো। এই মাসের শুরুতে অবসরে যাওয়ায় স্বাভাবিকভাবে দলে নেই আরেক ডিফেন্ডার পেপে।

আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে পর্তুগাল। তিন দিন পর ঘরের মাঠেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
রোনালদোকে নিয়েই নেশন্স লিগের পর্তুগাল দল প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রেনাতো ভেইগা, চিয়াগো সান্তোস ও জিওভানি কুয়েন্দা। সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ একদম ভালো কাটেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। আসরে তিনি পাননি কোনো গোলের দেখা। তবে এই তারকাকে রেখেই নেশন্স লিগের আসছে দুই ম্যাচের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ২৫ সদস্যের দল দিয়েছেন মার্তিনেস। ৩৯ বছর বয়সী রোনালদো ১৩০ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার। তবে গত জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোয় পর্তুগালের পাঁচ ম্যাচে একবারও জালের দেখা পাননি আল নাস্‌র ফরোয়ার্ড। কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। ইউরোর পর মার্তিনেস বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের জন্য ‘একটি নতুন চক্র’ শুরু করছে তার দল। সেই নতুন চক্রের অংশ হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিন জন- চেলসির ২১ বয়সী ডিফেন্ডার রেনাতো ভেইগা, লিলের ২২ বছর বয়সী ডিফেন্ডার চিয়াগো সান্তোস ও স্পোর্তিং লিসবনের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড জিওভানি কুয়েন্দা। বাদ পড়েছেন কদিন আগে ম্যানচেস্টার সিটি ছেড়ে আল হিলালে পাড়ি জমানো ৩০ বছর বয়সী ডিফেন্ডার জোয়াও কান্সেলো। এই মাসের শুরুতে অবসরে যাওয়ায় স্বাভাবিকভাবে দলে নেই আরেক ডিফেন্ডার পেপে। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে পর্তুগাল। তিন দিন পর ঘরের মাঠেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
0 Комментарии 0 Поделились 100 Просмотры 0 предпросмотр