আনন্দ প্রকাশের ভাষা পাচ্ছেন না অধিনায়ক
সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জয়, পাকিস্তানকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয়ের পর বলছেন নাজমুল হোসেন শান্ত।
ব্যর্থতার পথ ধরেই একসময় সাফল্যের ঠিকানা ধরা দেয়। পরাজয়ের ধারা একসময় বদলে যায় জয়ের প্রবাহে। পাকিস্তানের বিপক্ষে আগে কখনোই কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সিরিজ শুরুর আগে এটা শুনে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, এই ধারা এবার বদলে দিতে চান তারা। কথা রেখেছেন বাংলাদেশ অধিনায়ক। কথা রেখেছে তার দল। শুধু টেস্ট জয় নয়, ইতিহাস গড়েছেন তারা সিরিজ জিতে।

সিরিজ শুরু হওয়ার আগে সিরিজ জয়ের কথা বললে, শান্ত নিজেও বিশ্বাস করতেন কি না, কে জানে! জয়ের পর তার খুশিরও তাই যেন সীমা নেই। মনের অবস্থা বোঝানোর মতো কোনো উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে এবারের সিরিজের আগে ১৩ টেস্টে বাংলাদেশের সম্বল ছিল স্রেফ একটি ড্র। হারতে হয়েছিল বাকি ১২ টেস্টেই। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে জয় ছিল কোনো সংস্করণেই। এবার রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে জিতেই তাই একটা ইতিহাস গড়া হয়ে যায় শান্তদের।
আনন্দ প্রকাশের ভাষা পাচ্ছেন না অধিনায়ক সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জয়, পাকিস্তানকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয়ের পর বলছেন নাজমুল হোসেন শান্ত। ব্যর্থতার পথ ধরেই একসময় সাফল্যের ঠিকানা ধরা দেয়। পরাজয়ের ধারা একসময় বদলে যায় জয়ের প্রবাহে। পাকিস্তানের বিপক্ষে আগে কখনোই কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সিরিজ শুরুর আগে এটা শুনে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, এই ধারা এবার বদলে দিতে চান তারা। কথা রেখেছেন বাংলাদেশ অধিনায়ক। কথা রেখেছে তার দল। শুধু টেস্ট জয় নয়, ইতিহাস গড়েছেন তারা সিরিজ জিতে। সিরিজ শুরু হওয়ার আগে সিরিজ জয়ের কথা বললে, শান্ত নিজেও বিশ্বাস করতেন কি না, কে জানে! জয়ের পর তার খুশিরও তাই যেন সীমা নেই। মনের অবস্থা বোঝানোর মতো কোনো উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে এবারের সিরিজের আগে ১৩ টেস্টে বাংলাদেশের সম্বল ছিল স্রেফ একটি ড্র। হারতে হয়েছিল বাকি ১২ টেস্টেই। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে জয় ছিল কোনো সংস্করণেই। এবার রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে জিতেই তাই একটা ইতিহাস গড়া হয়ে যায় শান্তদের।
0 মন্তব্য 0 Shares 83 ভিউ সমূহ 0 Reviews