সাবেক দুই আইজিপি রিমান্ডে
সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফিকেও রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই জন নিহতের ঘটনায় দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফিকেও আরেক মামলায় রিমান্ডে পেয়েছে পুলিশ।

পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার তিনজন মহানগর হাকিম বুধবার এই আদেশ দেন।
এর মধ্যে শহীদুল হককে ঢাকার নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে মোহম্মদপুরের দোকানদার আবু সায়েদ হত্যা মামলায়।

আর ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে হাজারীবাগ থানার মামলায় আব্দুল্লাহ হিল কাফিকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সাবেক দুই আইজিপি রিমান্ডে সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফিকেও রিমান্ডে পেয়েছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই জন নিহতের ঘটনায় দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফিকেও আরেক মামলায় রিমান্ডে পেয়েছে পুলিশ। পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার তিনজন মহানগর হাকিম বুধবার এই আদেশ দেন। এর মধ্যে শহীদুল হককে ঢাকার নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে মোহম্মদপুরের দোকানদার আবু সায়েদ হত্যা মামলায়। আর ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে হাজারীবাগ থানার মামলায় আব্দুল্লাহ হিল কাফিকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
0 Commentaires 0 Parts 65 Vue 0 Aperçu