ব্যালন দ’রের লড়াইয়ে মেসি-রোনালদোর কেউ নেই
২০০৩ সালের পর প্রথমবার ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় নেই ফুটবলের এই দুই মহাতারকার কেউই।
গত ১৬ বছরের মধ্যে ১৩ বারই যারা ভাগাভাগি করে নিয়েছেন পুরস্কারটা, সেই লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কেউ এই বছরের ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকাতেই জায়গা পাননি! সেরার লড়াইয়ে অনুমিতভাবে আছেন রেয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহ্যাম।

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার ব্যালন দ’র ২০২৪ এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা বুধবার রাতে প্রকাশ করা হয়।

২০০৩ সালের পর প্রথমবার ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি ও রোনালদোর কেউই।
ব্যালন দ’রের লড়াইয়ে মেসি-রোনালদোর কেউ নেই ২০০৩ সালের পর প্রথমবার ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় নেই ফুটবলের এই দুই মহাতারকার কেউই। গত ১৬ বছরের মধ্যে ১৩ বারই যারা ভাগাভাগি করে নিয়েছেন পুরস্কারটা, সেই লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কেউ এই বছরের ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকাতেই জায়গা পাননি! সেরার লড়াইয়ে অনুমিতভাবে আছেন রেয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার ব্যালন দ’র ২০২৪ এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা বুধবার রাতে প্রকাশ করা হয়। ২০০৩ সালের পর প্রথমবার ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি ও রোনালদোর কেউই।
0 Σχόλια 0 Μοιράστηκε 127 Views 0 Προεπισκόπηση