বর্ষসেরা কোচের লড়াইয়ে আনচেলত্তি-আলোন্সো-গুয়ার্দিওলা
তাদের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন জান পিয়েরো গাসপেরিনি, লিওনেল স্কালোনি ও লুইস দে লা ফুয়েন্তে।
এই বছর থেকে ব্যালন দ’র পুরস্কারে নতুন দুটি ক্যাটাগরি যুক্ত করার কথা জানানো হয়েছিল আগেই। তার একটি, বর্ষসেরা পুরুষ কোচের সংক্ষিপ্ত তালিকায় অনুমিতভাবে জায়গা পেয়েছেন রেয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি। যেখানে তার সঙ্গী বায়ার লেভারকুজেনের শাবি আলোন্সো, ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা।

তাদের সঙ্গে লড়াইয়ে আরও আছেন আতালান্তার জান পিয়েরো গাসপেরিনি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর ব্যালন দ’র পুরস্কারে বর্ষসেরা পুরুষ কোচের সংক্ষিপ্ত তালিকা বুধবার প্রকাশ করা হয়।
বর্ষসেরা কোচের লড়াইয়ে আনচেলত্তি-আলোন্সো-গুয়ার্দিওলা তাদের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন জান পিয়েরো গাসপেরিনি, লিওনেল স্কালোনি ও লুইস দে লা ফুয়েন্তে। এই বছর থেকে ব্যালন দ’র পুরস্কারে নতুন দুটি ক্যাটাগরি যুক্ত করার কথা জানানো হয়েছিল আগেই। তার একটি, বর্ষসেরা পুরুষ কোচের সংক্ষিপ্ত তালিকায় অনুমিতভাবে জায়গা পেয়েছেন রেয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি। যেখানে তার সঙ্গী বায়ার লেভারকুজেনের শাবি আলোন্সো, ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা। তাদের সঙ্গে লড়াইয়ে আরও আছেন আতালান্তার জান পিয়েরো গাসপেরিনি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর ব্যালন দ’র পুরস্কারে বর্ষসেরা পুরুষ কোচের সংক্ষিপ্ত তালিকা বুধবার প্রকাশ করা হয়।
0 Reacties 0 aandelen 69 Views 0 voorbeeld