যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে মহাসড়কে গুলি, আহত ৭
যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে আগ্নেয়াস্ত্র বেশি। ফলে বন্দুক সহিংসতা দেশটির নিত্যদিনের সমস্যায় রূপ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি আন্তঃরাজ্য মহাসড়কে এক বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনায় সাতজন আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়া সেই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুকধারী একটি বনের কাছে বিস্তৃত রুক্ষ ভূখণ্ডে পালিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তার খোঁজে সেখানে অভিযান চালানো হচ্ছে।

লরেল কাউন্টির লন্ডন শহরের প্রায় নয় মাইল দূরে সন্ধ্যা ৬টার একটু আগে ঘটনার সূত্রপাত। তখন গ্রামীণ এলাকায় আন্তঃরাজ্য মহাসড়ক ৭৫ দিয়ে যাওয়া গাড়িগুলো লক্ষ্য করে গুলি করা হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে মহাসড়কে গুলি, আহত ৭ যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে আগ্নেয়াস্ত্র বেশি। ফলে বন্দুক সহিংসতা দেশটির নিত্যদিনের সমস্যায় রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি আন্তঃরাজ্য মহাসড়কে এক বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনায় সাতজন আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়া সেই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুকধারী একটি বনের কাছে বিস্তৃত রুক্ষ ভূখণ্ডে পালিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তার খোঁজে সেখানে অভিযান চালানো হচ্ছে। লরেল কাউন্টির লন্ডন শহরের প্রায় নয় মাইল দূরে সন্ধ্যা ৬টার একটু আগে ঘটনার সূত্রপাত। তখন গ্রামীণ এলাকায় আন্তঃরাজ্য মহাসড়ক ৭৫ দিয়ে যাওয়া গাড়িগুলো লক্ষ্য করে গুলি করা হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
1 Σχόλια 0 Μοιράστηκε 132 Views 0 Προεπισκόπηση