মহান আল্লাহ আযযা ওয়া জাল্লার মহান পরিকল্পনার ও লাওহে মাহফুযে লিখিত সেই চির প্রাচীন ফয়সালার মাঝেই ক্ষুদ্র আমার আর তুচ্ছ তোমার কতই না ক্রোধ আর কতই না আগুন! কতই না রক্ত আর কত্ত ফাগুন!

কতই না যুদ্ধ আর কত অভিযান!
কতই না "মুগ্ধ" আর কত অভিমান!

হাদিসে আছে! কালি তো সেই কবেই শুকিয়ে গেছে!
কলমও যে কবেই তুলে নেয়া হয়েছে!

তাহলে হে শেকড় ভুলে যাওয়া মানুষ! কেন বুঝি না?

শুধুমাত্র সেই মহান আল্লাহ আযযা ওয়া জাল্লার ভয় এবং তার কাছে চিরন্তন জবাবদিহিতার অনুভূতিটুকু যদি প্রতিটি ক্বলবে ছোঁড়া বুলেটের মত বদ্ধমূল হতো তবে ইতিহাস হতো শ্রদ্ধার, বর্তমান গর্বের আর আগামী হতো অহংকারের! আসুন আল্লাহর ওয়াসতে যার যার হক্ব তাকে তাকে বুঝিয়ে দেই। বান্দার হক্ব ধ্বংস করা থেকে বেঁচে থাকি। কিয়ামত যে অপেক্ষায়! আফসোস!
আজ যদি শুধু এই অনুভূতিটুকুই অবশিষ্ট থাকতো.....

তাহলে হয়তো বা.....
আমার শ্যামল কভু লাল হতো না!
আর মুগ্ধরা কভু ম্লান হতো না.........

Abu Taw Haa Muhammad Adnan
#solpal
মহান আল্লাহ আযযা ওয়া জাল্লার মহান পরিকল্পনার ও লাওহে মাহফুযে লিখিত সেই চির প্রাচীন ফয়সালার মাঝেই ক্ষুদ্র আমার আর তুচ্ছ তোমার কতই না ক্রোধ আর কতই না আগুন! কতই না রক্ত আর কত্ত ফাগুন! কতই না যুদ্ধ আর কত অভিযান! কতই না "মুগ্ধ" আর কত অভিমান! হাদিসে আছে! কালি তো সেই কবেই শুকিয়ে গেছে! কলমও যে কবেই তুলে নেয়া হয়েছে! তাহলে হে শেকড় ভুলে যাওয়া মানুষ! কেন বুঝি না? শুধুমাত্র সেই মহান আল্লাহ আযযা ওয়া জাল্লার ভয় এবং তার কাছে চিরন্তন জবাবদিহিতার অনুভূতিটুকু যদি প্রতিটি ক্বলবে ছোঁড়া বুলেটের মত বদ্ধমূল হতো তবে ইতিহাস হতো শ্রদ্ধার, বর্তমান গর্বের আর আগামী হতো অহংকারের! আসুন আল্লাহর ওয়াসতে যার যার হক্ব তাকে তাকে বুঝিয়ে দেই। বান্দার হক্ব ধ্বংস করা থেকে বেঁচে থাকি। কিয়ামত যে অপেক্ষায়! আফসোস! আজ যদি শুধু এই অনুভূতিটুকুই অবশিষ্ট থাকতো..... তাহলে হয়তো বা..... আমার শ্যামল কভু লাল হতো না! আর মুগ্ধরা কভু ম্লান হতো না......... Abu Taw Haa Muhammad Adnan #solpal
Love
1
1 Комментарии 0 Поделились 53 Просмотры 0 предпросмотр