#TawHaaTv

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। গত কয়েকদিন ধরে দেশে চলমান কোটা আন্দোলন বিক্ষোভ সমাবেশ, মিছিল, ভাংচুর, হত্যাকাণ্ড ও কারফিউ ইত্যাদি সব মিলিয়ে পুরো দেশে একটি
থমথমে পরিস্থিতি বিরাজ করেছ, এখনো করছে।

বিগত ২/১ দিন থেকে ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। স্বল্প পরিসরে চালু হয়েছে নেট সেবাও।

গত কয়েকদিন নেট চালু না থাকায় কে বা কারা "আমাকে উক্ত ইস্যুর সাথে জড়িয়ে" গ্রেফতার বা হয়রানির যে মিথ্যা পোস্ট ফেইসবুকে প্রচার করেছে
তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও গুজব বৈ কিছুই নয়"!
মুল ইস্যু থেকে জনমানুষের মস্তিষ্ককে ভিন্ন দিকে না সরিয়ে চলমান মৌলিক ইস্যুর দিয়ে দৃষ্টি নিবদ্ধ রাখার বিনীত অনুরোধ করছি।

আরেকটি বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
অন্তত আমাদের পারিবারিক সুত্র এবং অফিশিয়াল পেইজ মিডিয়া ও চ্যানেল ব্যাতিত কোন বাইরের কোন আন অফিশিয়াল পেইজ মিডিয়া বা চ্যানেল থেকে প্রাপ্ত কোন মিথ্যা সংবাদ বা গুজবে মোটেই কান দেয়া থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ করছি।

Abu Taw Haa Muhammad Adnan
১৮ মুহাররাম ১৪৪৬ হিজরি।
#TawHaaTv আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। গত কয়েকদিন ধরে দেশে চলমান কোটা আন্দোলন বিক্ষোভ সমাবেশ, মিছিল, ভাংচুর, হত্যাকাণ্ড ও কারফিউ ইত্যাদি সব মিলিয়ে পুরো দেশে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করেছ, এখনো করছে। বিগত ২/১ দিন থেকে ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। স্বল্প পরিসরে চালু হয়েছে নেট সেবাও। গত কয়েকদিন নেট চালু না থাকায় কে বা কারা "আমাকে উক্ত ইস্যুর সাথে জড়িয়ে" গ্রেফতার বা হয়রানির যে মিথ্যা পোস্ট ফেইসবুকে প্রচার করেছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও গুজব বৈ কিছুই নয়"! মুল ইস্যু থেকে জনমানুষের মস্তিষ্ককে ভিন্ন দিকে না সরিয়ে চলমান মৌলিক ইস্যুর দিয়ে দৃষ্টি নিবদ্ধ রাখার বিনীত অনুরোধ করছি। আরেকটি বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অন্তত আমাদের পারিবারিক সুত্র এবং অফিশিয়াল পেইজ মিডিয়া ও চ্যানেল ব্যাতিত কোন বাইরের কোন আন অফিশিয়াল পেইজ মিডিয়া বা চ্যানেল থেকে প্রাপ্ত কোন মিথ্যা সংবাদ বা গুজবে মোটেই কান দেয়া থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ করছি। Abu Taw Haa Muhammad Adnan ১৮ মুহাররাম ১৪৪৬ হিজরি।
Love
1
1 Commenti 0 condivisioni 411 Views 0 Anteprima