নতুন এআর গ্লাস জাকারবার্গের কাছে ‘ভবিষ্যতের টাইম মেশিন’
জাকারবার্গ বলেন, পরবর্তীতে বাজারে ছাড়ার আগে গ্লাসগুলোকে আরও ছোট, মসৃণ ও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে কাজ করছে মেটা।
সম্প্রতি নিজেদের প্রথম অগমেন্টেড রিয়ালিটি গ্লাস ‘ওরিয়ন’-এর প্রোটোটাইপ দেখিয়েছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা।

বুধবার কোম্পানির বার্ষিক ‘কানেক্ট’ সম্মেলনের সময় মেটা একে নিজস্ব পণ্যের জন্য এমন এক অনুপ্রেরণা হিসেবে ব্যাখ্যা করেছে, যা ভার্চুয়াল জগৎকে বাস্তব জগতে নিয়ে আসবে।

“এটি এমন এক স্পর্শযোগ্য জগৎ, যার ওপর হলোগ্রাম বসানো হয়েছে,” সম্মেলনের মঞ্চে একটি ধাতব স্যাশি থেকে কালো রঙের গ্লাসগুলো বের করার পর বলেন মেটা সিইও মার্ক জাকারবার্গ।
নতুন এআর গ্লাস জাকারবার্গের কাছে ‘ভবিষ্যতের টাইম মেশিন’ জাকারবার্গ বলেন, পরবর্তীতে বাজারে ছাড়ার আগে গ্লাসগুলোকে আরও ছোট, মসৃণ ও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে কাজ করছে মেটা। সম্প্রতি নিজেদের প্রথম অগমেন্টেড রিয়ালিটি গ্লাস ‘ওরিয়ন’-এর প্রোটোটাইপ দেখিয়েছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা। বুধবার কোম্পানির বার্ষিক ‘কানেক্ট’ সম্মেলনের সময় মেটা একে নিজস্ব পণ্যের জন্য এমন এক অনুপ্রেরণা হিসেবে ব্যাখ্যা করেছে, যা ভার্চুয়াল জগৎকে বাস্তব জগতে নিয়ে আসবে। “এটি এমন এক স্পর্শযোগ্য জগৎ, যার ওপর হলোগ্রাম বসানো হয়েছে,” সম্মেলনের মঞ্চে একটি ধাতব স্যাশি থেকে কালো রঙের গ্লাসগুলো বের করার পর বলেন মেটা সিইও মার্ক জাকারবার্গ।
0 Commentaires 0 Parts 23 Vue 0 Aperçu