#তাহাজ্জুদের_দুয়া #TawHaaTv #solpal

নিকষকালো রাত কিংবা রৌদ্রোজ্জল কোন দিনের মত, তারুণ্যে ভরা সবুজ কিংবা বুক পেতে দেয়া রক্তের মতোই সুস্পষ্ট ও জাজ্বল্যমান আজ বাংলার জমিনের জালেম ও মাজলুমের অবস্থান। এ লড়াইয়ে মাজলুমের পক্ষে একজন মু'মিনের দ্ব্যর্থহীন অবস্থান তার ঈমানের মৌলিক দাবি। বলা বাহুল্য এখানে কোন তৃতীয় পক্ষ অবশিষ্ট নেই। যদি কেউ নিরপেক্ষ সাজে? তবে কোন সন্দেহ নেই সে এ যুগের আব্দুল্লাহ বিন উবাই!

আমাদের মন-মনন কথা কিংবা কলম, দুয়া-সিজহাদ তাহাজ্জুদ কিংবা অশ্রু সবই মাজলুমদের অধিকারের পক্ষে এবং জালেমের বিপক্ষে আল্লাহর দরবারে স্বাক্ষী হয়ে থাকবে। তাই একজন মু'মিন হিসেবে আমাদের নিজ নিজ সামর্থ্য ও সক্ষমতা অনুযায়ী প্রতিটি অসহায় ও নির্যাতিত মাজলুমের পাশে থাকা আমাদের দ্বীন ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা।

মহান আল্লাহ প্রত্যেক জালেমকে তার উপযুক্ত পাওনা বুঝিয়ে দিন এবং প্রতিটি মাজলুম আল্লাহর বান্দার জান মাল ইজ্জত সম্মান ও অধিকার হিফাযাতে একাই যথেষ্ট হয়ে যান তাহাজ্জুদের এই মাক্ববুল ওয়াক্তে মহাপরাক্রমশালী আরশের রবের দরবারে এই দুয়াই
পেশ করছি। আমিন। আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।

Abu Taw Haa Muhammad Adnan
২৯ মুহাররাম ১৪৪৬ হিজরি।
#তাহাজ্জুদের_দুয়া #TawHaaTv #solpal নিকষকালো রাত কিংবা রৌদ্রোজ্জল কোন দিনের মত, তারুণ্যে ভরা সবুজ কিংবা বুক পেতে দেয়া রক্তের মতোই সুস্পষ্ট ও জাজ্বল্যমান আজ বাংলার জমিনের জালেম ও মাজলুমের অবস্থান। এ লড়াইয়ে মাজলুমের পক্ষে একজন মু'মিনের দ্ব্যর্থহীন অবস্থান তার ঈমানের মৌলিক দাবি। বলা বাহুল্য এখানে কোন তৃতীয় পক্ষ অবশিষ্ট নেই। যদি কেউ নিরপেক্ষ সাজে? তবে কোন সন্দেহ নেই সে এ যুগের আব্দুল্লাহ বিন উবাই! আমাদের মন-মনন কথা কিংবা কলম, দুয়া-সিজহাদ তাহাজ্জুদ কিংবা অশ্রু সবই মাজলুমদের অধিকারের পক্ষে এবং জালেমের বিপক্ষে আল্লাহর দরবারে স্বাক্ষী হয়ে থাকবে। তাই একজন মু'মিন হিসেবে আমাদের নিজ নিজ সামর্থ্য ও সক্ষমতা অনুযায়ী প্রতিটি অসহায় ও নির্যাতিত মাজলুমের পাশে থাকা আমাদের দ্বীন ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। মহান আল্লাহ প্রত্যেক জালেমকে তার উপযুক্ত পাওনা বুঝিয়ে দিন এবং প্রতিটি মাজলুম আল্লাহর বান্দার জান মাল ইজ্জত সম্মান ও অধিকার হিফাযাতে একাই যথেষ্ট হয়ে যান তাহাজ্জুদের এই মাক্ববুল ওয়াক্তে মহাপরাক্রমশালী আরশের রবের দরবারে এই দুয়াই পেশ করছি। আমিন। আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম। Abu Taw Haa Muhammad Adnan ২৯ মুহাররাম ১৪৪৬ হিজরি।
Love
1
1 Yorumlar 0 hisse senetleri 188 Views 0 önizleme