• মিরাজ-তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের
    অসাধারণ বোলিংয়ে ৫ উইকেট শিকার করলেন মেহেদী হাসান মিরাজ, ১৪ মাস পর টেস্টে ফিরে দারুণ বোলিং করলেন তাসকিন আহমেদও।
    সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেট, আদ্রর্তাও ছিল যথেষ্ট। টস জিতে সেখানে আগে বোলিংয়ের সুযোগ। শুরুটাও ছিল দুর্দান্ত। কিন্তু এরপরও প্রথম সেশনে বাংলাদেশের বোলিং ছিল হতাশাজনক। কিন্তু দ্বিতীয় সেশনের শুরু থেকেই দেখা গেল যেন ভিন্ন এক দলকে। অসাধারণ বোলিং উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ, জ্বলে উঠলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানাও। বড় স্কোর গড়তে পারল না পাকিস্তান।

    রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে পাকিস্তান অলআউট ২৭৪ রানে। বাংলাদেশ শনিবার দিন শেষ করে কোনো উইকেট হারিয়ে ১০ রান নিয়ে।

    পাকিস্তানের হয়ে ফিফটি করেন সাইম আইয়ুব, শান মাসুদ ও সালমান আলি আঘা। তবে তিনজনের কেউই যেতে পারেননি ৬০ রান পর্যন্ত।
    #cricket
    মিরাজ-তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের অসাধারণ বোলিংয়ে ৫ উইকেট শিকার করলেন মেহেদী হাসান মিরাজ, ১৪ মাস পর টেস্টে ফিরে দারুণ বোলিং করলেন তাসকিন আহমেদও। সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেট, আদ্রর্তাও ছিল যথেষ্ট। টস জিতে সেখানে আগে বোলিংয়ের সুযোগ। শুরুটাও ছিল দুর্দান্ত। কিন্তু এরপরও প্রথম সেশনে বাংলাদেশের বোলিং ছিল হতাশাজনক। কিন্তু দ্বিতীয় সেশনের শুরু থেকেই দেখা গেল যেন ভিন্ন এক দলকে। অসাধারণ বোলিং উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ, জ্বলে উঠলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানাও। বড় স্কোর গড়তে পারল না পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে পাকিস্তান অলআউট ২৭৪ রানে। বাংলাদেশ শনিবার দিন শেষ করে কোনো উইকেট হারিয়ে ১০ রান নিয়ে। পাকিস্তানের হয়ে ফিফটি করেন সাইম আইয়ুব, শান মাসুদ ও সালমান আলি আঘা। তবে তিনজনের কেউই যেতে পারেননি ৬০ রান পর্যন্ত। #cricket
    0 মন্তব্য 0 Shares 129 ভিউ সমূহ 0 Reviews
  • বন্যার্তদের জন্য পুরস্কারের টাকা দেবেন লিটন দাসও
    পাকিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিং করে ম্যাচসেরার পুরস্কার জিতে পাওয়া সব অর্থ বাংলাদেশে বন্যার্তদের দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। একই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন লিটন দাসও।

    যে কারণে 'এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ' পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিনি। এই পুরস্কারের অর্থ তিনি মুশফিকের মতোই বন্যার্তদের জন্য দেবেন বলে জানিয়েছেন।
    রাওয়ালপিন্ডিতে আজ ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবারই প্রথম পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ও এসেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। পাকিস্তানকে তাদের মাটিতেই এই প্রথম কোনো দল সব উইকেট হাতে রেখে হারালো।

    ঐতিহাসিক এই জয়ের পথে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিটন। দলের প্রথম ইনিংসে ৭৮ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৬ রানের ইনিংস খেলেছেন তিনি। যে কারণে 'এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ' পুরস্কার পেয়েছেন লিটন। এই পুরস্কারের অর্থমূল্য ১ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ হাজার টাকা)। এই পরিমাণ অর্থ তিনি বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

    নিজের এই সিদ্ধান্তের ঘোষণা ফেসবুকে জানিয়েছেন লিটন। যেখানে পুরস্কার হাতে নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমতো উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার ঘোষণা দিচ্ছি। '

    দেশের সবার প্রতি বন্যার্তদের সাহায্য করার আহ্বান জানিয়ে লিটন আরও লিখেছেন, 'যারা দেশে আছেন, তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না। '
    #sportszone #sport #cricket #bangladeshcricket
    বন্যার্তদের জন্য পুরস্কারের টাকা দেবেন লিটন দাসও পাকিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিং করে ম্যাচসেরার পুরস্কার জিতে পাওয়া সব অর্থ বাংলাদেশে বন্যার্তদের দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। একই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন লিটন দাসও। যে কারণে 'এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ' পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিনি। এই পুরস্কারের অর্থ তিনি মুশফিকের মতোই বন্যার্তদের জন্য দেবেন বলে জানিয়েছেন। রাওয়ালপিন্ডিতে আজ ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবারই প্রথম পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ও এসেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। পাকিস্তানকে তাদের মাটিতেই এই প্রথম কোনো দল সব উইকেট হাতে রেখে হারালো। ঐতিহাসিক এই জয়ের পথে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিটন। দলের প্রথম ইনিংসে ৭৮ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৬ রানের ইনিংস খেলেছেন তিনি। যে কারণে 'এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ' পুরস্কার পেয়েছেন লিটন। এই পুরস্কারের অর্থমূল্য ১ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ হাজার টাকা)। এই পরিমাণ অর্থ তিনি বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিজের এই সিদ্ধান্তের ঘোষণা ফেসবুকে জানিয়েছেন লিটন। যেখানে পুরস্কার হাতে নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমতো উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার ঘোষণা দিচ্ছি। ' দেশের সবার প্রতি বন্যার্তদের সাহায্য করার আহ্বান জানিয়ে লিটন আরও লিখেছেন, 'যারা দেশে আছেন, তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না। ' #sportszone #sport #cricket #bangladeshcricket
    0 মন্তব্য 0 Shares 310 ভিউ সমূহ 0 Reviews
  • ৩৪ শটের টাইব্রেকারে ইউরোপিয়ান রেকর্ড

    আয়াক্সের ৪০ বছর বয়সী গোলকিপার রেমকো তাসভির পাঁচটি শট ঠেকিয়েছেন, নিজের শটে করেছেন গোল।
    টাইব্রেকার যে শুরু হলো, আর শেষ হওয়ার নামই নেই! চলতেই থাকল, চলতেই থাকল…। শেষ পর্যন্ত ৩৪ শটে গিয়ে হলো ফয়সালা। ততক্ষণে গড়া হয়ে গেল ইউরোপিয়ান রেকর্ড।

    ইউরোপা লিগের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার ম্যারাথন টাইব্রেকারে প্যানাথিনাকসকে ১৩-১২ গোলে হারায় আয়াক্স আমস্টারডাম।

    গত সপ্তাহে গ্রিসে গিয়ে ১-০ গোলে জিতে এসেছিল আয়াক্স। এবার ঘরের মাঠে তারা গোল খেয়ে বসে ম্যাচের ৮৯তম মিনিটে। সমতায় শেষ হওয়া ম্যাচ পরে গড়ায় টাইব্রেকারে। সেখানেই হয়ে যায় রেকর্ড।
    #sportszone #solpal #sport #cricket #play #news
    ৩৪ শটের টাইব্রেকারে ইউরোপিয়ান রেকর্ড আয়াক্সের ৪০ বছর বয়সী গোলকিপার রেমকো তাসভির পাঁচটি শট ঠেকিয়েছেন, নিজের শটে করেছেন গোল। টাইব্রেকার যে শুরু হলো, আর শেষ হওয়ার নামই নেই! চলতেই থাকল, চলতেই থাকল…। শেষ পর্যন্ত ৩৪ শটে গিয়ে হলো ফয়সালা। ততক্ষণে গড়া হয়ে গেল ইউরোপিয়ান রেকর্ড। ইউরোপা লিগের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার ম্যারাথন টাইব্রেকারে প্যানাথিনাকসকে ১৩-১২ গোলে হারায় আয়াক্স আমস্টারডাম। গত সপ্তাহে গ্রিসে গিয়ে ১-০ গোলে জিতে এসেছিল আয়াক্স। এবার ঘরের মাঠে তারা গোল খেয়ে বসে ম্যাচের ৮৯তম মিনিটে। সমতায় শেষ হওয়া ম্যাচ পরে গড়ায় টাইব্রেকারে। সেখানেই হয়ে যায় রেকর্ড। #sportszone #solpal #sport #cricket #play #news
    0 মন্তব্য 0 Shares 200 ভিউ সমূহ 0 Reviews
  • স্বপ্নের ক্লাবে স্বপ্নময় শুরুর পর আপ্লুত এমবাপে
    রেয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচেই ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান ট্রফি জয়ের স্বাদ পেলেন কিলিয়ান এমবাপে, অভিষেকে গোল করে রাঙিয়ে রাখলেন উপলক্ষ।
    রেয়াল মাদ্রিদে খেলার যে তীব্র তাড়না, সেটির স্বাদ ও পুরস্কার যেন প্রথম ম্যাচেই পেয়ে গেলেন কিলিয়ান এমবাপে। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রায় ৯ বছরের ক্যারিয়ারে ফরাসি লিগ জিতেছেন তিনি সাতবার। পিএসজির হয়ে জিতেছেন আরও গোটা দশেক ট্রফি। কিন্তু কোনো ইউরোপিয়ান শিরোপার ছোঁয়া পাননি। সেই অপূর্ণতা ঘুচে গেল রেয়ালের জার্সিতে প্রথম ম্যাচেই!

    সেই উপলক্ষ নিজেও রাঙালেন তিনি গোল করে। সব মিলিয়ে স্বপ্নের ক্লাবে তার শুরুটা যেন এর চেয়ে ভালো হতে পারত না। নতুন পথচলার শুরুতে এমন সাফল্যে এমবাপে দারুণ উচ্ছ্বসিত।

    ইতালিয়ান ক্লাব আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করেছে রেয়াল মাদ্রিদ। পোল্যান্ডের ওয়ারশতে বুধবার স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে নেন ফেদে ভালভের্দে। পরে গোল করেন এমবাপে।
    #sportszone #solpal #sport #cricket #play #news
    স্বপ্নের ক্লাবে স্বপ্নময় শুরুর পর আপ্লুত এমবাপে রেয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচেই ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান ট্রফি জয়ের স্বাদ পেলেন কিলিয়ান এমবাপে, অভিষেকে গোল করে রাঙিয়ে রাখলেন উপলক্ষ। রেয়াল মাদ্রিদে খেলার যে তীব্র তাড়না, সেটির স্বাদ ও পুরস্কার যেন প্রথম ম্যাচেই পেয়ে গেলেন কিলিয়ান এমবাপে। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রায় ৯ বছরের ক্যারিয়ারে ফরাসি লিগ জিতেছেন তিনি সাতবার। পিএসজির হয়ে জিতেছেন আরও গোটা দশেক ট্রফি। কিন্তু কোনো ইউরোপিয়ান শিরোপার ছোঁয়া পাননি। সেই অপূর্ণতা ঘুচে গেল রেয়ালের জার্সিতে প্রথম ম্যাচেই! সেই উপলক্ষ নিজেও রাঙালেন তিনি গোল করে। সব মিলিয়ে স্বপ্নের ক্লাবে তার শুরুটা যেন এর চেয়ে ভালো হতে পারত না। নতুন পথচলার শুরুতে এমন সাফল্যে এমবাপে দারুণ উচ্ছ্বসিত। ইতালিয়ান ক্লাব আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করেছে রেয়াল মাদ্রিদ। পোল্যান্ডের ওয়ারশতে বুধবার স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে নেন ফেদে ভালভের্দে। পরে গোল করেন এমবাপে। #sportszone #solpal #sport #cricket #play #news
    0 মন্তব্য 0 Shares 114 ভিউ সমূহ 0 Reviews
  • সামনের ৮ টেস্ট ও দলের সব অনুশীলনে ‘নিয়মিত থাকবেন’ সাকিব
    সাকিব আল হাসানকে জাতীয় দলে পাওয়া, না পাওয়া নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা নিয়ে প্রশ্নের উত্তর দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।
    #sportszone #solpal #sport #cricket #play #news
    সামনের ৮ টেস্ট ও দলের সব অনুশীলনে ‘নিয়মিত থাকবেন’ সাকিব সাকিব আল হাসানকে জাতীয় দলে পাওয়া, না পাওয়া নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা নিয়ে প্রশ্নের উত্তর দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। #sportszone #solpal #sport #cricket #play #news
    0 মন্তব্য 0 Shares 120 ভিউ সমূহ 0 Reviews
  • পাকিস্তানের উদ্দেশ্যে বিমানে উঠলো জাতীয় দলের ক্রিকেটাররা
    পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৬ আগস্ট। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে চারদিন আগে পাকিস্তান রওয়ানা হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ বিকেলে পাকিস্তানের লাহোরের উদ্দেশ্যে বিমানে উঠেছে নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং।

    বাংলাদেশে বিরাজমান অস্থিতিশীল পরিবেশ-পরিস্থিতির কারণে পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের সিরিজের জন্য ভালোভাবে অনুশীলন করতে পারেনি টাইগার ক্রিকেটাররা। যে কারণে পিসিবিই আমন্ত্রণ জানয়েছিলো, সফর এগিয়ে নেয়ার জন্য। যাতে করে সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করে নিতে পারে।
    #solpal #cricket #bangladeshcricketboard #bcb #sportzone
    পাকিস্তানের উদ্দেশ্যে বিমানে উঠলো জাতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৬ আগস্ট। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে চারদিন আগে পাকিস্তান রওয়ানা হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ বিকেলে পাকিস্তানের লাহোরের উদ্দেশ্যে বিমানে উঠেছে নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং। বাংলাদেশে বিরাজমান অস্থিতিশীল পরিবেশ-পরিস্থিতির কারণে পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের সিরিজের জন্য ভালোভাবে অনুশীলন করতে পারেনি টাইগার ক্রিকেটাররা। যে কারণে পিসিবিই আমন্ত্রণ জানয়েছিলো, সফর এগিয়ে নেয়ার জন্য। যাতে করে সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করে নিতে পারে। #solpal #cricket #bangladeshcricketboard #bcb #sportzone
    0 মন্তব্য 0 Shares 283 ভিউ সমূহ 0 Reviews