• রেকর্ড গড়া সেঞ্চুরিতে তামিমকে ছাড়িয়ে মুশফিক
    দেশের বাইরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন মুশফিকুর রহিমের।
    মাইলফলক উদযাপনে অনেক সময়ই অনেক কিছু করতে দেখা যায় মুশফিকুর রহিমকে। তবে এবারের মতো খ্যাপাটে উদযাপন মনে হয় কমই দেখা গেছে আগে! দ্বিতীয় রান নেওয়ার পথে অর্ধেক পেরিয়েই হুঙ্কার ছুড়লেন। রান পূর্ণ করে আরেকবার গলা ফাটিয়ে বললেন ‘কাম অন…।’ মুষ্টিবদ্ধ হাত আর ব্যাট ছুড়লেন বাতাসে। এরপর হেলমেট খুলে প্রথাগত উদযাপন তো ছিলই। দীর্ঘ সেই উদযাপন দেখে ধারাভাষ্য কক্ষে বাজিদ খান বললেন, “উদযাপনই বলে দিচ্ছে, এই সেঞ্চুরির অর্থ তার কাছে কী…।”

    কেন এমন উদযাপন, তা হয়তো মুশফিক জানাতে পারেন দিন শেষে। তবে ইনিংসটি তার কাছে স্মরণীয় হয়ে থাকবে নিশ্চিতভাবেই। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ধৈর্য, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা আর স্কিলের মিশেলে দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।

    পাকিস্তানের বিপক্ষে সাত টেস্ট তার প্রথম সেঞ্চুরি এটি। তবে বাংলাদেশের ক্রিকেটেও এই সেঞ্চুরি একটি মাইলফলক। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিদেশের মাঠে ৫টি টেস্ট সেঞ্চুরি করলেন মুশফিক!
    #sportzone #solpal #sportbd
    রেকর্ড গড়া সেঞ্চুরিতে তামিমকে ছাড়িয়ে মুশফিক দেশের বাইরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন মুশফিকুর রহিমের। মাইলফলক উদযাপনে অনেক সময়ই অনেক কিছু করতে দেখা যায় মুশফিকুর রহিমকে। তবে এবারের মতো খ্যাপাটে উদযাপন মনে হয় কমই দেখা গেছে আগে! দ্বিতীয় রান নেওয়ার পথে অর্ধেক পেরিয়েই হুঙ্কার ছুড়লেন। রান পূর্ণ করে আরেকবার গলা ফাটিয়ে বললেন ‘কাম অন…।’ মুষ্টিবদ্ধ হাত আর ব্যাট ছুড়লেন বাতাসে। এরপর হেলমেট খুলে প্রথাগত উদযাপন তো ছিলই। দীর্ঘ সেই উদযাপন দেখে ধারাভাষ্য কক্ষে বাজিদ খান বললেন, “উদযাপনই বলে দিচ্ছে, এই সেঞ্চুরির অর্থ তার কাছে কী…।” কেন এমন উদযাপন, তা হয়তো মুশফিক জানাতে পারেন দিন শেষে। তবে ইনিংসটি তার কাছে স্মরণীয় হয়ে থাকবে নিশ্চিতভাবেই। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ধৈর্য, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা আর স্কিলের মিশেলে দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে সাত টেস্ট তার প্রথম সেঞ্চুরি এটি। তবে বাংলাদেশের ক্রিকেটেও এই সেঞ্চুরি একটি মাইলফলক। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিদেশের মাঠে ৫টি টেস্ট সেঞ্চুরি করলেন মুশফিক! #sportzone #solpal #sportbd
    0 Commentarios 0 Acciones 649 Views 0 Vista previa